সৌদি থেকে ৬ মাসে প্রায় সাড়ে ৮ লাখ অভিবাসী সাঁটাই!
প্রকাশিত হয়েছে : ৭:৫৫:২৩,অপরাহ্ন ২৬ মে ২০১৯ | সংবাদটি ৪১১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সৌদি আরব গত ৬ মাসে ৮ লাখ চার হাজার ৩৬০ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে । সৌদি আরবের আবাসন ও শ্রম নীতিমালা লঙ্ঘন করে বসবাস করার অপরাধে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
শনিবার (২৫ মে) সৌদি সংবাদ সংস্থা জানিয়েছে, গত বছরের নভেম্বর থেকে দেশটিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান ধরপাকড়ের অংশ হিসেবে ২৪ লাখ ৯৫ হাজার ৫৬৭ জনকে আটক করা হয়েছে। ওই সময় থেকেই এসব বিদেশিকে ফেরত পাঠানো শুরু হয়।
এছাড়াও শ্রম আইন লঙ্ঘন করায় চার লাখ ৯৪ হাজার ৩১৬ ও সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করায় দুই লাখ ১২ হাজার ৩০৯ জনকে আটক করা হয়।-খবর সৌদি গেজেটের
এছাড়া, ইয়েমেনের দক্ষিণ সীমান্ত দিয়ে সৌদি আরবে ঢোকার চেষ্টার সময় ৫৩ হাজার ৬২০ জনকে আটক করা হয়েছে। তাদের অধিকাংশই ইয়েমেনি ও ইথিওপিয়ার নাগরিক।
খবরে বলা হয়েছে, পাসপোর্ট অধিদপ্তর শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের সহায়তায় ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে অবৈধ বিদেশিদের অভিযান শুরু করেছে সৌদি আরব।
কর্মকর্তারা বলেন, সৌদির বিভিন্ন কারাগারে এখন ১১ হাজার ৩৪৭ আইনলঙ্ঘনকারী আটক রয়েছেন। এদের মধ্যে ৯ হাজার ৭৬৪ পুরুষ ও দেড় হাজারের বেশি নারী রয়েছেন।
অভিযান শুরু হওয়ার পর অবৈধ অভিবাসীদের আশ্রয় দেয়ার অভিযোগে এক হাজার ৩০৮ সৌদি নাগরিককে আটক করা হয়েছে।