‘কীভাবে এ আদেশ ম্যানেজ হলো!’
প্রকাশিত হয়েছে : ৯:০৭:১০,অপরাহ্ন ১৬ মে ২০১৯ | সংবাদটি ৬৬৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে এখতিয়ার বহির্ভূতভাবে রায় পাল্টে দেয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৬ মে) ন্যাশনাল ব্যাংকের একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই অভিযোগ উঠে। আদালত বলেন, কীভাবে এ আদেশ ম্যানেজ হলো! এ ধরনের আদেশ দিলো সুপ্রিম কোর্টের ভাবমূর্তি কোথায় যাবে?
তখন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এটি একটি সিরিয়াস মেটার। রাষ্ট্রপতির কাছে পাঠানো উচিত। ওই বিচারপতিকে দায়িত্ব থেকে বিরত রাখা উচিত।
তখন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, তাকে শোকজ করতে হবে, কীভাবে এই আদেশ দিলেন?
এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারপতি অপসারণ সংক্রান্ত ষোড়ষ সংশোধনী উচ্চ আদালতে বাতিল হওয়ায় এবং ওই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন আপিল বিভাগে বিচারাধীন থাকায় বিচারপতিদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কোনো ফোরাম নেই।
তখন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ বলেন, আমরা অ্যাটর্নি জেনারেলের বক্তব্যকে সমর্থন করি। আমরা মনে করি বিচার বিভাগের মর্যাদা রক্ষার জন্য যে বেঞ্চের বিরুদ্ধে অভিযোগ এসেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।
শুনানি শেষে আপিল বিভাগ নিম্ন আদালতের ডিক্রি জারি সংক্রান্ত সকল আদেশ বাতিল করেন। একইসঙ্গে ন্যাশনাল ব্যাংকের আদেশ মঞ্জুর করে এম আর ট্রেডিংয়ের মিজানুর রহমানকে এক কোটি টাকা জরিমানা করেন আদালত।