দুর্যোগের মধ্যে জন্ম নেয়া শিশুর নাম ‘ফণী’
প্রকাশিত হয়েছে : ১:১৭:৪১,অপরাহ্ন ০৩ মে ২০১৯ | সংবাদটি ৩৯২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ভারতের ওডিশায় শুক্রবার সকালে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ফণী। এতে তিনজনের মৃত্যু হওয়া ছাড়াও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যটির অধিকাংশ এলাকা। এই দুর্যোগের মধ্যেই জন্ম নেওয়া এক কন্যাশিশুর নাম রাখা হলো ফণী।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ওডিশার রাজধানী ভুবনেশ্বরের রেলওয়ে হাসপাতালে শুক্রবার স্থানীয় সময় বেলা ১১ টা ৩ মিনিটে পৃথিবীর আলো দেখে কন্যাশিশুটি। শিশুটির মা (৩২) মঞ্চেশ্বর রেলওয়ের কোচ মেরামত ওয়ার্কশপের কর্মচারী। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এ রকম ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও ঘূর্ণিঝড়ের সময় জন্ম নেওয়া শিশুর নাম ঘূর্ণিঝড়ের নামে রাখার নজির রয়েছে। গত বছর ওডিশাতেই আঘাত হানা ঘূর্ণিঝড় তিতলির সময় জন্ম নেওয়া বেশ কয়েকটি নবজাতকের নাম রাখা হয় ‘তিতলি’। ২০১৬ সালে বিহারের ভোজপুরে ভয়াবহ বন্যার সময় ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সহায়তার কথা স্মরণে রেখে এক নবজাতকের নাম রাখা হয়েছিল ‘এনডিআরএফ সিং’।
(সূত্র: প্রথমআলো)