পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ফণী
প্রকাশিত হয়েছে : ১১:০৫:৫৪,অপরাহ্ন ০৩ মে ২০১৯ | সংবাদটি ৩০১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ভারতের ওড়িশায় তাণ্ডব চালানোর পর পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ফণী। এজন্য পশ্চিমবঙ্গ সরকার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
সকালে ওড়িশা উপকূল অতিক্রম করার পর উত্তর-উত্তরপূর্বে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয় ঘূর্ণিঝড়টি।
ফণীর কারণে দুই দিনের জন্য নির্বাচনী প্রচার বন্ধ রেখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়া দুপুর তিনটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত বন্ধ থাকবে কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা।
এর আগে স্থানীয় সময় সকাল নয়টার দিকে ঘণ্টায় ২১০ কিলোমিটার বেগে পুরির কাছে আঘাত হানে ফণী। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হচ্ছে ওড়িশায়। তলিয়ে গেছে অনেক গ্রাম।
ভারতীয় আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি ঝরানোর পর ক্রমশ দুর্বল হতে থাকবে ফণী।
ফণীর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে যাওয়া ওড়িশ্যায় দুজন নিহত হয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হলেও ওড়িশার স্থানীয় এক সংবাদমাধ্যম এই সংখ্যা পাঁচজন বলে জানিয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদেনে বলা হচ্ছে, ফণীর গতিপথে ওড়িশার ১০ হাজার গ্রাম এবং ৫২টা শহর পড়বে। এছাড়া ফণীর কারণে শনিবার পর্যন্ত দেশটি বাতিল করে দেওয়া হয়েছে অন্তত ২৩৩ টি ট্রেন। বাতিল করা হয়েছে অনেক ফ্লাইটও।