শ্রীলঙ্কায় ফের বোমা বিস্ফোরণ
প্রকাশিত হয়েছে : ৭:০০:১০,অপরাহ্ন ২৫ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৩৫০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: কয়েকটি গির্জা ও হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলার পাঁচ দিনের মাথায় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ৪০ কিলোমিটার পূর্বে পুগোড়া শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার শহরটির হাকিম আদালতের পেছনের খোলা মাঠ থেকে বিস্ফোরণের শব্দটি আসে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র রাভান গুনাসেকেরা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এ বিস্ফোরণে কেউ হতাহত হয়নি জানিয়ে পুলিশ বলেছে, ‘তারা বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখছে। গুনাসেকেরা বলেছেন, “আদালতের পেছনে একটি বিস্ফোরণ ঘটেছে, আমরা তদন্ত করে দেখছি।’
এটি পুলিশের ঘটানো কোনো নিয়ন্ত্রিত বিস্ফোরণ ছিল না বলে নিশ্চিত করেছেন তিনি।
গত রবিবার দেশটির কয়েকটি গির্জা ও হোটেলে ভয়াবহ হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৫৯ জন নিহত এবং পাঁচ শতাধিক আহত হয়েছেন। এই হামলার পর আরও হামলা হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এর মধ্যেই পুগোদা থেকে এ বিস্ফোরণের খবর এল।