‘ব্রেক্সিট জনগণের হাতে ছেড়ে দাও’ স্লোগানে লন্ডনে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১২:০২:২৮,অপরাহ্ন ২৪ মার্চ ২০১৯ | সংবাদটি ৪০৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া (ব্রেক্সিট) প্রশ্নে আবারও গণভোটের দাবিতে লন্ডনে বিক্ষোভ করেছে লক্ষাধিক মানুষ। শনিবার (২৩ মার্চ) সেন্ট্রাল লন্ডনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
‘পুট ইট টু দ্য পিপল’ এর ব্যানারে বিক্ষোভকারীরা পার্ক লেন থেকে পার্লামেন্ট স্কয়ার পর্যন্ত র্যালি করে। পরে তারা পার্লামেন্টের সামনে যায় বিক্ষোভকারীরা।
ব্রেক্সিট বিলম্বে যুক্তরাজ্যকে ইতিমধ্যে আরো দুই সপ্তাহ সময় দিয়েছে ইইউ। এর আগে গত সপ্তাহে পার্লামেন্টে এমপিদের ভোটে প্রত্যাখাত হয় প্রধানমন্ত্রী থেরেসা মে’র ব্রেক্সিট পরিকল্পনা। দ্বিতীয়বারের মতো এই পরিকল্পনা পার্লামেন্টে এমপিদের ভোট পেতে ব্যর্থ হওয়াায় মে জানিয়েছেন, আগামী সপ্তাহে তৃতীয়বারের মতো পার্লামেন্টে ভোটের জন্য উপস্থাপনের কথা থাকলেও তিনি তা করছেন না। কারণ পরিকল্পনাটি পাশ হওয়ার ব্যাপারে তিনি আস্থা রাখতে পারছেন না।
বিক্ষোভে লন্ডনের মেয়র সাদিক খানও যোগ দেন। তিনি বিক্ষোভের একটি ভিডিও পোস্ট করেছেন টুইটারে। তার হাতে ‘পুট ইট টু দ্য পিপল’ লেখা প্ল্যাকার্ড ছিল। সাদিক খানের সঙ্গে ছিলেন লিবারেল ডেমোক্রেট নেতা ভিন্স কেবল।
এদিকে ব্রেক্সিট বাতিল চেয়ে রেকর্ড সংখ্যক স্বাক্ষর সম্বলিত অনলাইন পিটিশন জমা পড়েছে ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে। আর্টিকেল ফিফটিন বদলানোর দাবি তোলা এই পিটিশনে স্বাক্ষর করেছেন ৪৩ লাখ মানুষ। প্রতিনিয়ত এতে স্বাক্ষরকারী মানুষের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে বিবিসি।