সন্তানকে চিরবিদায় দিয়ে ‘মা’ও চলে গেলেন
প্রকাশিত হয়েছে : ৮:২৩:২০,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৯ | সংবাদটি ৫১১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সন্তানকে চিরবিদায় দিয়ে মমতাময়ী মা নিজেও চিরতরে চলে গেলেন এ দুনিয়ার মায়া ছেড়ে। নিজের বুকের ধন সন্তানের শোক সইতে না পেরে দাফনের কয়েক ঘন্টার মধ্যেই মারাযান নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের পৃথক মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতের মধ্যে একজনের মা।
শনিবার (২৩ মার্চ) স্থানীয় সময় সকালে ৬৫ বছর বয়সী সুদ অ্যাডওয়ান নামে এই জর্ডানের নাগরিক ক্রাইস্টচার্চের উত্তর-পূর্বাঞ্চলের অবস্থিত একটি বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে ১৫ই মার্চ ডিনস এভিনিউর আল নূর মসজিদে সন্ত্রাসী হামলায় কামেল দারভিশ নামে তার ৩৮ বছর বয়সী সন্তানের মৃত্যু হয়েছিল।
পরে গত শুক্রবার (২২ মার্চ) লিনউডের মেমোরিয়াল পার্ক কবরস্থানে তাকে দাফন করা হয়। সেখানে নিহতের মা অ্যাডওয়ান ও তার স্ত্রী রানা এবং তিনটি ছোট সন্তান উপস্থিত ছিলেন।
এদিকে পুত্র হারানোর শোক নিয়ে সেদিন রাতে তিনি বিছানায় ঘুমাতে যান। এরপর শনিবার সকালে পরিবারের অন্য সদস্যরা ৬৫ বছর বয়সী এই নারীকে সেখানেই মৃত অবস্থাতে দেখতে পান।
অ্যাডওয়ানের ৩৩ বছর বয়সী ভাতিজা হানি আল-দাহের বলেন, ‘আজ সকালে আমরা তাকে বিছানাতে মৃত অবস্থাতে পাই। আমরা মনে করি, তার এই মৃত্যুর মূল কারণটা হলো হতাশা। মূলত সদ্য পুত্র হারানোর শোক কাটাতে না পাড়ার জন্যই এই মৃত্যু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অল্প দিনের মধ্যে আমরা আমাদের পরিবারের দুই সদস্যকে হারালাম। এটা ভীষণ দুঃখজনক একটা বিষয়। আমি বিশ্বাস করি সেই বন্দুকধারী এই মৃত্যুর জন্য দায়ী।’
এর আগে প্রায় ছয় মাস আগে ক্রাইস্টচার্চ হামলায় নিহত কামেল দারভিশ জর্ডান থেকে নিউজিল্যান্ডে আসেন। আর সেখানে তিনি আশবার্টনের একটি দুগ্ধ খামারে কাজ নেন। যদিও তার মা অ্যাডওয়ান জর্ডানেই থাকতেন। সম্প্রতি তিনি তার পুত্র হারানোর খবর পেয়ে নিউজিল্যান্ডে এসেছিলেন।