সর্বনিম্ন ভোট পড়ে যে দু’টি উপজেলায়
প্রকাশিত হয়েছে : ২:২২:১২,অপরাহ্ন ২১ মার্চ ২০১৯ | সংবাদটি ১৪৩৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: পঞ্চম উপজেলা পরিষদের ২য় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৮ মার্চ। বহু প্রতিক্ষার এ নির্বাচনের পূর্বে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে যেভাবে আগ্রহ দেখা গিয়েছিল ভোটারদের মাঝে কিন্তু তা মোটেও ছিলনা। এমনটি দেখা গেলো সিলেটের প্রায় সকল উপজেলায়ই। তবে সদ্য সমাপ্ত সিলেটের ১২ টি উপজেলা নির্বাচনে প্রায় ৩০-৪০ ভাগ ভোট কাষ্ট দেখানো হলেও দক্ষিণ সুরমা ও জৈন্তাপুর উপজেলায় ভোটারদের খরা চলছিল। যা দেশের ইতিহাসে আর কোথাও কখনও ঘটেনি।
দক্ষিণ সুরমায় ভোট পড়েছে ৮ দশমিক ৬৩ ও জৈন্তাপুর উপজেলায় ভোট পড়েছে মাত্র ৯ দশমিক ৩৮ শতাংশ। দক্ষিণ সুরমায় ১লাখ ৭০হাজার ৩৯১জন ভোটার ছিলেন আর জৈন্তুপুর উপজেলায় ছিলেন ১লাখ ৬হাজার ৬২২জন ভোটার। ভোটারের এমন খরার চিত্র গত কয়েক দশকের স্থানীয় নির্বাচনে আর দেখা যায়নি বলে জানিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞরা।
১৮ মার্চ নির্বাচনের দিন সিলেটের বিভিন্ন উপজেলার কেন্দ্রগুলো ঘুরেও ভোটার খরার এই চিত্র দেখা গেছে। দিনভর ভোটকেন্দ্র ফাঁকা পড়ে থাকতেও দেখা যায়। নির্বাচনী প্রচারণাকালেও সিলেটের বিভিন্ন উপজেলার প্রার্থীরা জানিয়েছিলেন, এই নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে কোনো আগ্রহ নেই।
অতীতে পরিসংখ্যান থেকে দেখা যায়, বাংলাদেশের স্থানীয় নির্বাচনে সাধারণত ৬০ থেকে ৭০ শতাংশ হারে ভোট গৃহীত হয়ে থাকে। আর এসব নির্বাচনে ভোট গ্রহণ হয়ে থাকে উৎসবের আমেজে। সর্বশেষ ২০১৪ সালের উপজেলা নির্বাচনে ভোট পড়েছিল ৬১ দশমিক ২৩ শতাংশ হারে। তার আগে ২০০৯ সালের নির্বাচনে পড়েছিল ৭০ দশমিক ৫৯ শতাংশ হারে।
তবে এবার সিলেট জেলার একটি মাত্র উপজেলায় ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে। কোম্পানীগঞ্জে ৬২ দশমিক ৯০ শতাংশ হারে ভোট পড়েছে।
পঞ্চম উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়েছে ৪৩ দশমিক ৩২ শতাংশ হারে। ১০ মার্চ এই ধাপে ভোট গ্রহণ হয় ৭৮টি উপজেলায়। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ ১১৬টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি ১১১টি উপজেলায় ভোট গ্রহণ হয়েছে ৪১ দশমিক ২৫ শতাংশ হারে। দুই ধাপ মিলিয়ে ১৮৯ উপজেলায় ভোট পড়েছে ৪২ দশমিক ২৮ শতাংশ।
১৮ মার্চ দ্বিতীয় ধাপের ভোটের দিন বিকেলে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছিলেন, দ্বিতীয় ধাপের ভোট গ্রহণের হার প্রথম ধাপের চেয়ে বেশিই হবে। তবে দ্বিতীয় ধাপে ভোট আরও কমেছে।
দ্বিতীয় ধাপে দেশের মোট ১৪টি উপজেলায় ভোট পড়েছে ৩০ শতাংশেরও কম। এর মধ্যে সবচেয়ে কম ৮ দশমিক ৬৩ শতাংশ ভোট পড়েছে সিলেটের দক্ষিণ সুরমায়। এই জেলার জৈন্তাপুরে ভোট পড়েছে ৯ দশমিক ৩৮ শতাংশ হারে। এর বাইরে সিলেটের গোয়াইনঘাটে ১৬ দশমিক ৫৩ শতাংশ ভোট পড়েছে। ভোটে ভোটারদের এতটা অনাগ্রহ অতীতের কোনো উপজেলা নির্বাচনে দেখা যায়নি।
- অন্যদিকে সারাদেশে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে মাত্র ১৭টি উপজেলায়।