জাহেদ জারিফের ‘প্রবাসে গোলাপগঞ্জের চেনামুখ’ ও কিছু কথা-আনোয়ার শাহজাহান
প্রকাশিত হয়েছে : ৭:৩১:০৯,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৯৭৯ বার পঠিত
‘প্রবাসে গোলাপগঞ্জের চেনামুখ’ (প্রথম খণ্ড)
লেখকঃ জাহেদ জারিফ
প্রকাশকালঃ অক্টোবর ২০২০
প্রকাশনায়ঃ পাণ্ডুলিপি প্রকাশন।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইতিহাস নিয়ে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ দুটিগ্রন্থ বেরিয়েছে। উক্ত গ্রন্থে প্রবাসী গোলাপগঞ্জীদের নিয়ে বিস্তারিত আলোচনা হলেও এখন পর্যন্ত শুধুমাত্র প্রবাসী গোলাপগঞ্জবাসিদের নিয়ে আলাদা কোন গ্রন্থ প্রকাশিত হয়েছে বলে আমার জানা নেই। তরুণ লেখক জাহেদ জারিফ গোলাপগঞ্জের ইতিহাসে এই গ্রন্থটি সংযোজন করে পূর্ণতা দান করেছেন।
‘প্রবাসে গোলাপগঞ্জের চেনামুখ’ গ্রন্থটি জাহেদ জারিফের প্রথম গ্রন্থ। ১৩৬ পৃষ্ঠার এই গ্রন্থটিতে ৮৪ জন প্রবাসিদের জীবনী স্থান পেয়েছে। এদের অনেকেই দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ কার্যক্রমের জন্য প্রবাসে ও বাংলাদেশে সকলের কাছেই অতি সমাদৃত, পরিচিত এবং সম্মানিত।
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা একটি প্রাচীন জনপদ। সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের অধিকারী এ উপজেলায় প্রাচীনকাল থেকেই সভ্য মানুষের বিচরণ ছিল। গোলাপগঞ্জে জন্ম নিয়েছিলেন অসংখ্য গুণীজন। এই উপজেলা আবার প্রবাসী—অধ্যুষিত হিসেবে খ্যাতি অর্জন করেছে। এটি সিলেট বিভাগের অন্তর্গত একটি উপজেলা। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেশির ভাগই হচ্ছেন সিলেটের অধিবাসী।
শত বছরেরও আগে থেকে গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দারা দেশের অন্যদের মতো বিদেশ যাত্রা শুরু করে। তখন প্রধানত কলকাতা বন্দরের মাধ্যমে জাহাজে চাকরি নিয়ে প্রবাসে যেত। ফলে জাহাজ ছেড়ে তাদের অনেকেই উঠে পড়ে রেঙ্গুন, সিঙ্গাপুর, লন্ডন, নিউইয়র্কসহ পৃথিবীর অন্যান্য দেশ—মহাদেশে।
দেশের ভাগ্যোন্নয়নে প্রবাসীর ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে তাঁদের অবদান অপরিসীম। প্রবাসীর পাঠানো বৈদেশিক মুদ্রা বাংলাদেশের অর্থনীতির জীবনীশক্তি। বাংলাদেশের মুক্তিসংগ্রামে প্রবাসী বাংলাদেশিদের গৌরবোজ্জ্বল অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ১৯৫২ খ্রিস্টাব্দের ভাষা আন্দোলন, ১৯৫৪ খ্রিস্টাব্দের গণতান্ত্রিক আন্দোলন এবং ১৯৭১ খ্রিস্টাব্দের স্বাধীনতা আন্দোলনে প্রবাসের সব কটি দেশে প্রবাসীরা প্রতিধ্বনি তুলেছেন শহরে বন্দরে। সভা, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন করে একাত্মতা প্রকাশ করেছেন দেশের চলমান আন্দোলনের সঙ্গে। গড়ে তুলেছেন বিশ্বজনমত। মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে লাখ লাখ পাউন্ড, ডলার চাঁদা দান করে বিরাট অবদান রেখেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে তা এক গৌরবোজ্জ্বল অধ্যায়।
উল্লেখ করা যেতে পারে, স্বাধীনতাযুদ্ধের সময় মাত্র ১১ পাউন্ড বৈদেশিক মুদ্রা বাংলাদেশের রাজকোষে জমা ছিল। ১৬ ডিসেম্বরের কয়েক দিন পরই স্বাধীনতা সংগ্রামের জন্য সংগৃহীত অর্থের উদ্বৃত্ত ৩.৭৫ লাখ ডলার স্টেট ব্যাংকে জমা পড়ে। আর এটাই ছিল বাংলাদেশের প্রথম বৈদেশিক মুদ্রা। পরবর্তী সময়ে প্রবাসীরা ১০ কোটি টাকা পাঠিয়েছিলেন, যা আজ ২০০০ কোটি টাকার সমতুল্য। বলাবাহুল্য, প্রেরিত বৈদেশিক মুদ্রাগুলোর অধিকাংশই ছিল সিলেটি প্রবাসীদের পাঠানো।
লেখক জাহিদ জারিফ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ৮৪ জন প্রবাসীদের পরিচিতি তুলে ধরেছেন তার প্রকাশিত এই গ্রন্থে। এদের মধ্যে অনেকেই প্রবাসী জীবন শুরু করার আগেই দেশে রাজনৈতিক অঙ্গন, সাহিত্য-সাংবাদিকতায় সুনাম অর্জন করেন। বইটিতে যাদের পরিচিতি স্থান পেয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, তাছাদ্দুক আহমেদ এমবিই, ডক্টর আব্দুর রহমান খান, ডাক্তার কালীপদ চৌধুরী, আতাউর রহমান খান, নিসার আলী, নবাব আলী, সালেহ আহমদ খান এমবিই, গোলাম নুরানী চৌধুরী হুমায়ুন, হাফিজ মজির উদ্দিন, তারা মিয়া খান, খন্দকার ফরিদ উদ্দিন, ডক্টর রেণু লুৎফা, ডক্টর আব্দুল আজিজ তকি, ফারুক আহমদ, ইব্রাহিম চৌধুরী খোকন সহ অনেকের।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে সর্বমহলে পরিচিত। বিশ্বের দুই শতাধিক দেশে প্রায় অর্ধ লক্ষাধিক গোলাপগঞ্জের নাগরিক এবং তাঁদের নিজস্ব পরিচালিত হাজার খানেক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ক্ষেত্রে যারা দেশ- প্রবাসে সুনাম অর্জন করেছেন তাদেরই পরিচিতি নিয়ে প্রকাশিত ‘প্রবাসে গোলাপগঞ্জের চেনামুখ’ বইটির বহুল প্রচার কামনা করছি। সেই সাথে লেখক যুক্তরাষ্ট্র থেকে এত পরিশ্রম করে আমাদের গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ করে যাচ্ছেন তার জন্য ধন্যবাদ জানাই। প্রথমখণ্ডে গুরুত্বপূর্ণ অনেকের পরিচিতি বাদ পড়েছে। আশা করি দ্বিতীয় খন্ডে লেখক এই অসম্পূর্ণতা কাটিয়ে উঠবেন।
জাহেদ জারিফের জন্ম গোলাপগঞ্জ উপজেলার, গোলাপগঞ্জ ইউনিয়নাধীন গোয়াসপুর গ্রামে। তিনি দেশ বিদেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকার পাশাপাশি পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়াতে নিয়মিত লেখালেখি করে যাচ্ছেন।স্ত্রী তানযিফা হোসেন,ছেলে আব্রায আহমেদ ও মেয়ে লিয়ানা আহমেদ কে নিয়ে নিউইয়র্ক বসবাস করছেন।ইংরেজী সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর জাহেদ জারিফ পেশায় একজন শিক্ষক।
।।
আনোয়ার শাহজাহানঃলেখক ও সাংবাদিক।যুক্তরাজ্য।