ফোবানা স্কলারশীপ এর জন্য আবেদন আহবান
প্রকাশিত হয়েছে : ৫:৫৩:৩৯,অপরাহ্ন ১৭ জুলাই ২০২৩ | সংবাদটি ১৯৬৩ বার পঠিত
জুয়েল সাদত
৩৭ তম ফোবানা হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ডালাসে। ফোবানা তার ঐতিহ্যগত ধারাবাহিতায় আগামী সেপ্টেম্বর এর ১ থেকে ৩ পর্যন্ত ডালাসে তার তিনদিনের আসর বসাতে যাচ্ছে। বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস বান্ট হোস্ট কমিটি হিসাবে ফোবানার ৩৭ তম আসরটাকে রিপ্রেজেন্ট করবে।
ফোবানা আসরের একটি অন্যতম নতুন সংযোজন হল ফোবানা স্কলারশীপ। আগামী ১৫ আগষ্ট ডেডলাইন হিসাবে স্কলারশীপ কমিটি আবেদন আহবান করছে।
স্কলারশীপ কমিটির চেয়ারপার্সন এম রহমনান জহির ও কো চেয়ার রাকিবুল হান্নান স্কলারশীপ এর জন্য যারা আগ্রহীদের আহবান জানিয়েছন।
স্কলারশীপ এর আবেদন এর ক্যাটাগরি জানিয়েছেন।৫০০ শব্দের এসে কম্পিটিশন হবে টেক্সাস রেসিডেন্ট শিক্ষার্থীদের মধ্যে।
২০২৩ সালের হাই স্কুল গ্রাজুয়েশন করেছেন যারা জিপিএ ৩.৫০ থেকে ৪.০০ প্রাপ্তরা।
বাংলাদেশী কমিউনিটির সাথে ইনভলমেন্ট থাকতে হবে। জন্মগত পারিবারিক বাংলাদেশী অরিজিন ও বৈধ স্টাটাস থাকতে হবে। জিপিএ এর ট্রান্সক্রিপ্ট এর কপি অনলাইনে সাবমিট করতে হবে ১৫ আগস্টের মধ্য fobanaonline.com. ফোবানা এক্জিকিউটিভ বোর্ড নির্বাচিত করবে। স্কলারশীপ একাডেমীক মানি ১০০০ ডলার।
এ ছাড়াও মেইল করতে পারবেন
Fobana
6704 Havenbrook CT
Austin TX 78759
Phone : 612 413 9193
স্কালারশীপ কমিটির চেয়ারম্যান এম রহমান জহির, জানান ফোবানা স্কলারশীপ জনপ্রিয়তা পেয়েছে। আমরা নতুন প্রজন্ম দের ফোবানায় সম্পৃক্ত করার চেষ্টায় আছি।
আমাদের স্কলারশীপের পরিধি আগামীতে ব্যাপক হবে। আমাদের নতুন প্রজন্ম মেধাবী।
ফোবানার সাবেক চেয়ারম্যান রেহান রেজা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় এর মেধাবীরা ফেবানার স্কালারশীপ এর আওতায় আছেন।
ফোবানার ভাইস চেয়ারম্যান মাসুদ রব চৌ জানান, ফোবানার স্কলারশীপে আমাদের ডোনাররা যত বেশী সম্পৃক্ত হবেন, এটার পরিধি বাড়বে। ফোবানার ফ্ললারশীপ নতুন প্রজন্মদের কানেকটিভিটি বাড়াতে সহায়ক হবে।
৩৭ তম ফোবানার কনভেনর হাসমত মোবিন জানান, আালহামদুলিল্লাহ আমাদের প্রস্তুুতির কাজ ভাল হচ্ছে। একটি মানসম্পন্ন ফোবানা হবে ডালাস ফোবানা। মেম্বার সেক্রেটারি সান্মসুদ দোহা সাগর জানান, ডালাস ফোবানা হবে ফোবানার ইতিহাসে মাইলফলক। ব্যান্ট এর টীম পরীক্ষিত। সবাই যথেষ্ট আন্তরিক। ডালাস ফোবানাই, মুল ফোবানা। সবাইকে ডালাসে স্বাগত।