সুনামগঞ্জে নদীর পানি কূল উপচে হাওর-জলাশয় টইটুম্বুর
প্রকাশিত হয়েছে : ১০:০৮:৩৪,অপরাহ্ন ১১ জুলাই ২০২০ | সংবাদটি ৩৯৯ বার পঠিত
সুনামগঞ্জ থেকে সংবাদদাতা:: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
শনিবার (১১ জুলাই) সুরমা নদীর পানি সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে বিপদসীমার ৫৪ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে সুরমাসহ জেলার নদীগুলোর পানি কূল উপচে হাওর-জলাশয় টইটুম্বুর করে লোকালয় প্লাবিত হয়েছে আরারও। এপর্যন্ত জেলার ৮৭ ইউনিয়নের ৮৩ ইউনিয়ন এবং ৪ পৌরসভার ৩৬ ওয়ার্ডের ১৮ ওয়ার্ডের মানুষ পানিবন্দি হয়ে আছে। মাত্র ১০/১২ দিন আগের বন্যা পরিস্থিাত কাঠিয়ে উটতে না উতেই নতুন করে পুনরায় দুর্ভোগ বাড়ি ফেরা বন্যা কবলিত এলাকার মানুষজন।
বিভিন্ন স্থানে নতুন করে প্লাবিত হওয়ার ফলে ক্ষতিগ্রস্তদের তালিকা দিনে দিনে বড় হচ্ছে বলে বানভাসি মানুষরা জানিয়েছেন।
যেসব সড়ক পানিতে তলিয়েছিল কয়েকদিন আগের বন্যায়। কর্তৃপক্ষের সহায়তায় স্থানীয়রা যখন সেগুলো মেরামত করে কোন রকম চলাচল উপযোগী করেছিল সেগুলো আবারও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। ভেঙ্গে গেছে বেশীরভাগ যায়গায়। জেলা সদরের সঙ্গে আবারও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে তাহিরপুর, জামালগঞ্জ, ও ছাতক, দোয়ারাবাজার ও বিশ্বম্ভররপুর উপজেলার। পুনরায় চলাচলকারি যাত্রি সাধারণ পড়েছে বিপাকে বলে জানিয়েছে চালক ও মালিকগণ।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানিয়েছেন, বিপদ মোকাবেলার সবধরনের প্রস্তুতি তাদের রয়েছে। বন্যা তথ্য কেন্দ্র শুক্রবার থেকে আবারো চালু করা হয়েছে এবং ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে পরিস্থিতি অবহিত করা হয়েছে।