বাজেটে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার
প্রকাশিত হয়েছে : ৬:০০:৪৯,অপরাহ্ন ১১ জুন ২০২০ | সংবাদটি ৪৩০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: নতুন (২০২০-২০২১) অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার (১২ জুন) জানাবে জাতীয়তাবাদী দল বিএনপি।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট ইস্যুতে প্রতিবছরই বিরোধীদলগুলো তাদের প্রতিক্রিয়া জানিয়ে থাকে।
রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি এবারের বাজেটের প্রতিক্রিয়া শুক্রবার তুলে ধরা হবে বলে জানানো হয়েছে। ঐদিন বিকেল ৪টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের পক্ষ থেকে বাজেট প্রতিক্রিয়া জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার এতথ্য জানিয়েছেন।
তবে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বাজেট ঘোষণার পর পরই দাবি করেন, জনগণের জীবন-জীবিকা ও মানবতার বিষয়টি এবারের বাজেটে উপেক্ষিত হয়েছে।
তিনি বলেন, জিডিপি এবং রাজস্ব আহরণ যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা দৃশ্যমানভাবেই প্রতারণার শামিল।
বাজেটে বরাদ্দের বড় বড় অংশ মেগা প্রজেক্টে দেয়া হয়েছে, যেগুলো এরইমধ্যে প্রশ্নবিদ্ধ। এগুলো চাইলেই অপেক্ষা করা যেতো। এই বাজেটে অগ্রাধিকার ভিত্তিতে আসার কোনো প্রয়োজনীয়তা ছিলো না।
যে প্রক্রিয়ায় কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে তা দুর্নীতি চলমান রাখার একটা প্রয়াস বলেও দাবি করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।