আক্রান্ত দলীয় নেতাকর্মীদেরও খোঁজ নিলেন নাহিদ!
প্রকাশিত হয়েছে : ১২:৫০:১৯,অপরাহ্ন ২৮ মে ২০২০ | সংবাদটি ৪২২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনা আক্রান্ত গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের নাগরিকদের খোঁজ খবরের পাশাপাশি এবার নিজ দলে আক্রান্ত নেতাকর্মীদের খোঁজ নিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
বৃহস্পতিবার (২৮ মে) তিনি ফোনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, সিসিক কাউন্সিলর আয়ামীলীগ নেতা আজাদুর রহমান আজাদ ও গোলাপগঞ্জ পৌর কাউন্সিলর রুহিন আহমদ খানের খোঁজ খবর নেন।
এসময় তিনি আক্রান্তদের রোগমুক্তি কামনা করেন এবং সিলেটসহ দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া চান।
গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাঁর নিজ নির্বাচনী এলাকার আক্রান্তদের খোঁজ খবর নেন।