করোনা: তুমি না একটি বিপদ, তবে কেন এত তামাশা?
প্রকাশিত হয়েছে : ১১:৩০:৪৯,অপরাহ্ন ১৮ মে ২০২০ | সংবাদটি ৫৬৬ বার পঠিত
।। শেখ খালিদ সাইফুল্লাহ ।।
প্রথম পর্ব
(আগমন প্রসংগে)
করোনা! এসেছ এ ধরায় COVID -19 হয়ে, করেছ অনেক বাহাদুরী ঘোরেছ নির্বিঘ্নে সারা পৃথিবী৷ ছুঁয়েছ লাখ মানুষের প্রাণ বানিয়েছ ক্ষণিকের দুনিয়াটাকে বিরান ৷ দিয়েছ শুধু লাশের পর লাশ হারাতে বসেছ সকল পরাশক্তির আশ ৷ রেখেছ কোটি মানুষকে সম্পর্ক চ্ছিন্ন করে পাঠিয়েছ অনেককে একাকিত্ব জীবনের তরে৷ আঘাত করেছ ধনি দরিদ্র কমি-বেশী সকলেই,কম করোনি এ ধরনীতে শেষ পর্যন্ত কিছুতেই ৷ তবুও মিলেনি তোমার পরিচয়, বুঝেনি অনেকে’ই তুমি কে ? যাকে নিয়ে আজ সারা বিশ্ব আতঙ্কে,রূপ দিয়েছ মহামারীর ৷ বিশ্বের অনেক দেশ ছুঁয়ে তুমি এসেছ অনুন্নত এ বাংলায়৷ শুরু করেছ সর্বগ্রাসী থাবা,তখন বলেছিলো অনেকেই, এতো কোন বিপদ নয়;আমরা বীরের জাতী; ‘করোনা’ মোকাবেলায় আমরা অনেক শক্তিশালী ৷ এ যুদ্ধে করোনা আমাদের সঙ্গে পারবে না ৷ আমরা পরাস্ত করবই ৷ ওদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছো, তুমি কোন করুণা নও তুমি হলে সর্বনাশী ভইরাস ‘করোনা’ ৷ নিয়ে গেছো একের পর এক প্রাণ দীর্ঘ করেছ আক্রান্তের তালিকা, মোকাবেলাতো দুরে থাক পালাতে হয়েছে অনেকেই , যুদ্ধহীন ময়দানে তোমার আছড়ে মরতে হয়েছে অনেক ডাক্তারকেই ৷ কারণ কী জান? এ হলো ধমকে বক উড়ানো ; যেন অস্ত্রহীন সৈনিকের যুদ্ধের ডাক ৷ এটাই ওদের বীরত্ব৷ যেন খেয়ে-দেয়ে নেই কোন কাজ৷ অথচ দেশের বিভিন্ন হাসপাতাল গুলোতে তখনো ছিলোনা পর্যাপ্ত ভেন্টিলেটরযুক্ত আইসিইউ, Isolation এর যথাযথ ব্যবস্থা ৷ চিকিৎসকের জন্য নেই পর্যাপ্ত PPE এমনকী Testing kitও ৷ ইতিপূর্বে ছিলোনা করোনা Diagnostic Lab. এখনো সনাক্ত করতে পড়ে ৪-৫ দিনের গেপ, ঢাকা হয়ে ঘুরে আসতে রোগী বলে মরি হায় হায় ৷ Stay Home ছাড়া Patient কে বাচানো বিষম দায় ৷ এ কেমন প্রতিদ্বন্দি? তোমার প্রতিরোধে পায়নি ওরা কোন চিকিৎসা, পেয়েছে সামাজিক দূরত্ব,Lockdown, Stay Home,Home Quarantine অপরিচিত যতো পরিভাষা ৷ যদিও এসব ভয়ের কারণ বলে আখ্যা দিয়েছিলো বিশেষজ্ঞরা৷ আমলে নেয়েনি হুজুগে বাঙ্গালী উর্ধতন কর্মকর্তারা ৷ তবুও এগুলোর ব্যবহার চলছে হরদম,এ যেন সুরক্ষার নামে মৃত্যুপুরীর জম ৷ আজ ওদের সরবে হুংকার গেলো কোথায়? এতো মোকাবেলা নয় যেন এক তামাশা?———————————) পরবর্তীতে তামাশা-২৷