আতঙ্কে ট্রাম্প, করোনা এবার হোয়াইট হাউজে!
প্রকাশিত হয়েছে : ৭:৩৪:৫০,অপরাহ্ন ০৮ মে ২০২০ | সংবাদটি ৫২১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনার তাণ্ডবে লণ্ডভণ্ড মার্কিন যুক্তরাষ্ট্র। ভাইরাসটি এবার হানা দিয়েছে হোয়াইট হাউজে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন ব্যক্তিগত কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এরপর ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের করোনা পরীক্ষা করা হয়। কিন্তু তাদের শরীরে করোনা ধরা পড়েনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ব্যক্তিগত কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি ট্রাম্পের হয়ে কাজ করার পাশাপাশি মার্কিন নৌবাহিনীতেও কর্মরত আছেন। তবে আক্রান্ত কর্মকর্তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
আর এই ঘটনা জানার পর ট্রাম্প বেশ চিন্তিত হয়ে পড়েছেন বলে জানানো হয় ওই প্রতিবেদনে। হোয়াইট হাউসে থাকা ট্রাম্পের এই কর্মকর্তা মার্কিন সামরিক বাহিনীর উচ্চপদস্থ একজন কর্মকর্তা। ট্রাম্পের পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে।
হোয়াইট হাউজের একজন মুখপাত্র বিবৃতিতে বৃহস্পতিবার (৭ মে) বলেছেন, হোয়াইট হাউজের মেডিকেল ইউনিট সম্প্রতি আমাদের জানিয়েছে হোয়াইট হাউজে কর্মরত মার্কিন নৌবাহিনীর একজন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের করোনা পরীক্ষা করা হয় এবং ফলাফল নেগেটিভ এসেছে এবং ভালো আছেন।
ট্রাম্পের কাছাকাছি থাকা ব্যক্তিদের মধ্যে এটাই প্রথম কারও করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা। এর আগে গত মার্চ মাসের শুরুর দিকে ফ্লোরিডায় ট্রাম্পে ব্যক্তিগত ক্লাবে কয়েকজনের শরীরে করোনা ধরা পড়ে।
৭৩ বছর বয়সী ট্রাম্প এর আগে অন্তত দুইবার করোনার টেস্ট করান। কিন্তু দুইবারই পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে। হোয়াইট হাউজ জানিয়েছে, গত ২ এপ্রিল প্রথমবারের মতো ট্রাম্পের করোনা টেস্ট করা হয়।
করোনা আক্রান্ত কর্মকর্তা মূলত প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির কাজ করে থাকেন। তাদের জন্য খাবার, কাপড় ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস যোগান দেন। এছাড়া ট্রাম্পের দেশ ও দেশের বাইরের যাত্রাতেও তাদের সঙ্গে থাকেন।