গোলাপগঞ্জে এবার এক যুবতী করোনা আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ৯:৪১:২৫,অপরাহ্ন ০৪ মে ২০২০ | সংবাদটি ৮৭১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আরেকজন সনাক্ত হয়েছেন।
নতুন শনাক্ত রোগি উপজেলার লক্ষ্মীপাশা ইউপির জাঙ্গালহাটা গ্রামের এক যুবতী নারী (২০)।
সোমবার (৪ মে) খবর পেয়ে উপজেলা প্রশাসনসহ স্বস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা আক্রান্তের বাড়ি লকডাউন করেন। এবং স্থানীয়দের সচেতন করেন।
আক্রান্ত নারী বর্তমানে সিলেট শামছুদ্দিন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তার পরিবারের সদস্যদেরও স্যাম্পল পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।
উল্লেখ্য, এনিয়ে গোলাপগঞ্জ উপজেলায় দু’জনের শরীরে সনাক্ত হলো করোনাভাইরাস। অপর আক্রান্ত ব্যক্তি উপজেলার ঢাকাদক্ষিণ কানিশাইল গ্রামের বাসিন্দা।