মৌলভীবাজারে এক চিকিৎসক করোনা আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ৫:৩৪:৪২,অপরাহ্ন ০৩ মে ২০২০ | সংবাদটি ৭৬২ বার পঠিত
মৌলভীবাজার থেকে সংবাদদাতা:: মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কাননগোর শরিরে করোনা ভাইরাস কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে।
এরআগে তার বাসার কাজের মহিলার স্বামীর শরিরে করোনা পজেটিভ পাওয়া যায়। তার বাড়ি জেলার রাজনগরে।
ডা. পার্থ সারথী দত্ত কাননগো করোনা রোগে আক্রন্ত হয়েছেন কিনা সে জন্য নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পাঠানো হয়েছিল।
রবিবার (৩ মে) সকালে মুঠোফনে জানানো হয় চিকিৎসক করোনায় আক্রান্ত। পরে তিনি হাসপাতাল থেকে নিজ বাসায় আইসোলেশনে চলে যান বলে বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ফয়ছল জামান।
এ ঘটনার পর থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর শরীর থেকে নমুনা নেয়া হচ্ছে।
উল্লেখ্য শনিবার (২ মে) পর্যন্ত মৌলভীবাজার জেলায় ১৮জনের করোনা সনাক্ত হয়েছেন।