গ্রাম্য স্বাস্থ্যকর্মীদের পিপিই দিলেন ইউপি সদস্য সাঈদ!
প্রকাশিত হয়েছে : ৮:২৯:০৪,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০২০ | সংবাদটি ৬৭৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দেশের বড় বড় হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসার পূর্বে গ্রামের বেশিরভাগ মানুষ স্থানীয় কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে থাকেন। কিন্তু বর্তমান করোনা ভাইরাস ও লকডাউনের সময় বড় বড় হাসপাতাল থেকে গ্রাম্য কমিউনিটি ক্লিনিকগুলোতেই বেশি ভিড় লক্ষণীয়।
অপরদিকে বড় হাসপাতালগুলোর চিকিৎসকদের নিরাপত্তার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে এমনকি বিভিন্ন দাতা সংস্থা পিপিই আগে থেকেই প্রদান করে আসছে। কিন্তু গ্রামের ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা প্রদানকারী কর্মীদের নিরাপত্তায় সরকার বা কোন দাতা সংস্থার পিপিই প্রদানে তেমন উদ্যোগ নেই বললেই চলে। তাই তারা একরক ঝুঁকি নিয়েই সাধারণ মানুষকে সেবা প্রদান করে যাচ্ছেন।
এসব গ্রামের কমিউনিটি ক্লিনিকের কর্মীদের নিরাপত্তার কথা চিন্তা করেই এগিয়ে এলেন গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউপি সদস্ ও যুবলীগ নেতা সাঈদ আহমদ। বর্তমানে তিনি ফ্রান্স প্রবাসী।
প্রবাসে থাকলেও গ্রামের মানুষের স্বাস্থ্য সেবায় নিয়োজিতদের নিরাপত্তার কথা চিন্তা করেই তিনি উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্তব্যরত কর্মীদের নিজ উদ্যোগে বিতরণ করেন পিপিই।
সোমবার (১৩ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ এসব পিপিই সকল কমিউনিটি ক্লিনিকে বিতরণের জন্য উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি মিলাদ আহমদ (শাহরিয়ার)’র হাতে তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষনাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, সমাজসেবক শিক্ষানুরাগী খলকুর রহমান, ছাত্রনেতা জাকের আহমদ, তারেক আহমদ, সুয়েদ আহমদ, জুয়েল আহমদ, কাওসার আহমদ, রুহুল আমিন প্রমুখ।
এদিকে, উপজেলার কমিউনিটি ক্লিনিকের কর্তব্যরতদের নিরাপত্তায় নিজ অর্থায়নে পিপিই প্রদান করায় ইউপি সদস্য প্রবাসী সাঈদ আহমদকে ধন্যবাদ জানান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ।
তিনি বলেন, এভাবে দেশের বিভিন্ন গ্রামের কমিউনিটি ক্লিনিকে কর্মরতদের নিরাপত্তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।