সিলেটের সকল মাজার দুইদিন বন্ধ ঘোষণা!
প্রকাশিত হয়েছে : ৪:৫১:০২,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০২০ | সংবাদটি ৮৬১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের হযরত শাহজালাল (রঃ) সহ সকল মাজার দুইদিন বন্ধ ঘোষনা করা হয়েছে।
শবে বরাত উপলক্ষ্যে যাতে কোন ধরনের জমায়েত না হয় তাই এই পদক্ষেপ। ফলে হযরত শাহজালাল মাজারের সব গুলো ফটক বন্ধ রেখেছে মাজার কর্তৃপক্ষ।
যদিও করোনা ভাইরাস সংক্রমনের কারণে মাজারে দর্শনার্থী প্রবেশ পূর্ব থেকেই বন্ধ ঘোষনা করা হয়েছিল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) হযরত শাহজালাল (রঃ) মাজারের খাদেম মোঃ মহসিন হোসেন বলেন, এ দুদিন মাজারে কাওকে প্রবেশ করতে দেওয়া হবে না। এজন্য মাজারের তিনটি ফটকই বন্ধ থাকবে। একই সাথে মাজার সংলগ্ন গোরস্থানের ফটকও বন্ধ থাকবে।
প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ রোধে মসজিদসহ সকল ধর্মীয় উপাসনালয়ে জমায়েতের ব্যাপারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। তবে মসজিদে নামাজ চালু রাখার জন্য পাঁচ ওয়াক্তের নামাজে পাঁচ জন এবং জুমার নামাজে সর্বোচ্চ ১০ জন মুসল্লির অংশগ্রহণের অনুমতি রয়েছে।
একই সাথে নামাজ আদায়ের পাশাপাশি শবে বরাতও নিজ বাসায় পালনের আহ্বান জানিয়েছেন ইসলামি ফাউন্ডেশন।