করোনাকালে গরিবের চাল আত্মসাতকারীদের ঘৃণা করুন, এদের অভিশাপ দিন
প্রকাশিত হয়েছে : ৪:৫৩:৫১,অপরাহ্ন ০৮ এপ্রিল ২০২০ | সংবাদটি ৭৬৩ বার পঠিত
আনোয়ার শাহজাহান, লন্ডনঃ
বাংলাদেশে যে কোন উপজেলা, জেলা কিংবা বিভাগীয় শহরে কিছুক্ষন ঘুরলেই মোড়ে মোড়ে কিংবা রাস্তার ধারে অসংখ্য মানুষকে দেখা যাবে, যারা মূলতঃ খাবারের সন্ধানে বেরিয়ে পড়েছেন পথে। লাজ-লজ্জা, করোনা আতংক সবকিছু ছাপিয়ে ক্ষুধা নিবারণই এখন তাদের কাছে মূখ্য বিষয়। খাদ্য সহায়তা দেখলেই তাতে হুমড়ি খেয়ে পড়া। খাবার নেই, অপেক্ষার শেষ নেই, অভিযোগেরও যেন অন্ত নেই তাদের। সরকার তাদের দুর্দশা লাঘবের জন্য বরাদ্দ করেছে চাল, ডাল, আলু, তৈল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি। কিন্তু অনেক এলাকায় কিছুসংখ্যক ইতর শ্রেণীর রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধিরা আত্মসাত করে নিজের আখের গোছাতে ব্যস্ত। করোনায় এই মৃত্যু উপত্যকায় দাঁড়িয়েও তারা গরীবের চাল, ডাল, আলু, তৈল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি আত্মসাত করছে। মনুষ্যত্বহীন এসব মানুষের জন্য সরকারের চেষ্টা থাকা সত্বেও এস গরীব শ্রেনীর মানুষ এসব অনুদান থেকে বঞ্চিত। আমরা আগে দেখেছি, বাড়ির ধান–চালের গোলায় ধেড়ে ইঁদুর ঢুকে সব সাবাড় করে দিত। যারা গরিবের চাল নিয়ে দুর্নীতি করে, তারা তো মানুষরূপী ধেড়ে ইঁদুরের চেয়ে কম নয়। ফলে সরকারের একটি চমৎকার উদ্যোগ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের ভূমিকা রাখা অতীব জরুরি।
- করোনাকালে গরিবের চাল আত্মসাতকারীদের ঘৃণা করুন, এদের অভিশাপ দিন
- করোনায় লকডাউনের দিনগুলি ১৭
৮ এপ্রিল ২০২০ ■
নীচে সংবাদ মাধ্যমে প্রকাশিত হাজার হাজার সংবাদ থেকে দু’চারটি সংবাদ তুলে ধরা যাক;
৪ এপ্রিল বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমে প্রকাশিত একটি খবর থেকে জানা যায়, সরকারি চাল আত্মসাতের অভিযোগে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফের ২৭ মেট্রিকটন চাল আত্মসাতের অভিযোগে কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু আটক করেছে পুলিশ।
৬ এপ্রিল আজকের খুলনা পোর্টালে প্রকাশিত, বগুড়ার সারিয়াকান্দিতে ২৮৮ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচীর চাল আত্মসাতের অভিযোগে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ডিলার গাজিউল হককে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আমাদের প্রতিদিন পোর্টালে প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায়, ৩১ মার্চ
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং এলাকার নিয়ামতপুরে একটি দোকান থেকে ৩০ বস্তা চাল আত্মসাৎ করায় ব্যবসায়ী শওকত আলী ও স্থানীয় চালের ডিলার বিপ্লব সরকারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
এগুলো হল হাজার অভিযোগের মধ্যে ক’টি। অনেক অভিযোগ সংবাদপত্রে প্রকাশের সুযোগই পায়নি।
যারা বিপদগ্রস্ত ও গরিব-দুঃখীকে দান করেন আল্লাহ তাদের পুরস্কৃত করেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত এক হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান! তুমি (আমার অভাবী বান্দাদের জন্য) নিজের উপার্জন থেকে খরচ কর, আমি আমার ভাণ্ডার থেকে তোমাকে দিতে থাকব। (সহিহ বোখারি ও মুসলিম)। কিন্তু যারা এই অভাবীদের হক আত্মসাত করে আল্লাহ্ তাদের কৃতকর্মের কঠিন থেকে কঠিনতম সাজা দিবেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও এদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এই আত্মসাতকারীদের প্রতিহত করলেই সরকারের বরাদ্দকৃত চাল, ডাল কিংবা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি গরীবদের ঘরে পৌঁছানো সম্ভব হবে।
এত মহাবিপদ, গজবের সময়েও লুণ্ঠনকারী, জুলুমকারী, খেয়ানতকারী, ক্ষমতার দম্ভকারী, অসৎ মানুষ যদি ঠিক না হয়! তবে কবে ঠিক হবে? মনে রাখতে হবে, এই বিভীষিকাময় পরিস্থিতির মাধ্যমে মহান আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষা করছেন। যারা অভাবগ্রস্ত তাদের পরীক্ষা করছেন ক্ষুধা, ভয় ও সম্পদহানির মাধ্যমে। আর সম্পদশালী কিংবা জনপ্রতিনিধি তাদের পরীক্ষা করছেন এই বিপদে তারা কী পদক্ষেপ নিচ্ছি তা দিয়ে।
তবে এটা বলে থাকি, সকল রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধিরা কিন্তু সমান নন। অনেকে নিজের জীবনকে তুচ্ছ মনে করে এই করোনাকালেও তার নিজ এলাকার মানুষের সেবা করে যাচ্ছেন। বেঁচে থাকলে আগামীতেও করে যাবেন। তাঁরা সরকারের অনুদানের পাশাপাশি নিজ উদোগেও অনুদান বন্টন করছেন। তাদের সম্মান জানাই, স্যালুট জানাই। গ্রামে একটি কথা আছে, হাতের পাঁচ আঙ্গুল সমান নয়! যারা নিঃস্বার্থ ভাবে সমাজের জন্য, দেশের মানুষের জন্য করে যাচ্ছেন তাদের সম্মান জানাতে না পারলে ভবিষ্যতে আমরা নেতৃত্বহীন হয় পড়ব।
দয়াশীলদের ওপর করুণাময় আল্লাহ দয়া করেন। তাই আসুন, আমরা প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুযায়ী করোনাকালে দরিদ্র পরিবারের পাশে দাঁড়াই। জাতিকে এই মহাবিপদ থেকে রক্ষা করতে নিজেদের কৃত গুনাহ থেকে বেশি বেশি তাওবা করি। আল্লাহ আমাদের সবাইকে এই বিপদ থেকে হেফাজত করুক। আমিন।
আনোয়ার শাহজাহান
৮ এপ্রিল ২০২০
লন্ডন।