করোনা-লকডাউন নামে নবজাতক দুই শিশু!
প্রকাশিত হয়েছে : ১১:১৭:৩৯,অপরাহ্ন ০২ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪৭৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সারা বিশ্বে এখন করোনাভাইরাস আতঙ্ক। বিশেষ করে চীনের পর আমেরিকা এবং ইউরোপের দেশ ইতালি ও স্পেন রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। প্রতিদিনই মানুষ মরছে শত শত। আক্রান্ত হচ্ছে গণহারে।
এই আতঙ্কের মাঝেই ভারতের দুই পরিবার ঘটালো ব্যতিক্রমী দুই ঘটনা। গত সপ্তাহে দেশটিতে জনতা কারফিউ চলাকালে গোরাকপুর নামক একটি গ্রামে একটি মেয়ে শিশু জন্ম নেয়। শিশুটির চাচা নীতেশ ত্রিপাঠি তার নাম রেখেছেন করোনা। শিশুটির মায়ের অনুমতি নিয়েই এমন নাম রাখা হয়েছে বলে দাবি করেন নীতেশ।
তিনি বলেন, ‘করোনা নিঃসন্দেহে একটি বিপজ্জনক ভাইরাস। এই ভাইরাসে বিশ্বের অনেক মানুষ মারা গেছে। আবার এটি আমাদের মধ্যে অনেক ভালো অভ্যাসও জাগিয়েছে। বিশ্বকে আরও কাছাকাছি নিয়ে এসেছে।’ নীতেশের দাবি, ‘করোনা নামের শিশুটি খারাপের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের ঐক্যের প্রতীক হবে।’
অন্যদিকে সোমবার (৩০ মার্চ) উত্তরপ্রদেশের দেউরিয়া জেলার খুখুন্দু গ্রামে একটি ছেলে সন্তানের জন্ম হয়। লকডাউন চলাকালীন অবস্থায় ছেলের জন্ম হওয়ায় পরিবারটি নবজাতকের নাম রেখেছেন লকডাউন।
ছেলেটির বাবা পবন জানান, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউনের যে সিদ্ধান্ত নিয়েছেন তা প্রশংসনীয়। লকডাউন এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। আমার ছেলে জন্মও নিয়েছে এর মধ্যে। এ কারণে ছেলের নাম লকডাউন রেখেছি।’
পবন আরও জানান, জাতীয় স্বার্থে লকডাউন ব্যবহৃত হওয়ায় তার ছেলের নাম আগামীতে সবাই মনে রাখবে। তিনি বলেন, ‘ ছেলের জন্মের পর সব ধরনের উৎসব-রীতি বন্ধ রেখেছি। আত্মীয়-স্বজনদেরও আসতে নিষেধ করেছি। লকডাউন উঠে গেলে তবেই ছেলের জন্মোৎসব পালন করব।’ সূত্র: নিউজ এইট্টিন