করোনাভাইরাস সম্পর্কে সচেতন থাকার আহবান জানিয়েছে জালালাবাদ ফাউন্ডেশন ইউকে
প্রকাশিত হয়েছে : ১১:০০:১১,অপরাহ্ন ২৫ মার্চ ২০২০ | সংবাদটি ৫২০ বার পঠিত
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়েছেন জালালাবাদ ফাউন্ডেশন ইউকের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল বাছির ও ট্রেজারার সরওয়ার হোসেন খান।
জালালাবাদ ফাউন্ডেশন ইউকে’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দরা বলেন, আমাদের সবাইকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন হতে হবে, স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। সচেতনতাই নিজেকে এবং জাতিকে এই মহামারীর হাত থেকে বাঁচাতে পারে। কিন্তু আমাদের সামান্য অসচেতনতা বা অবহেলা সবাইকে ভয়াবহ মহামারীর মুখে ঠেলে দিবে।
তারা বলেন, করোনাভাইরাস একটি অধিক সংক্রমণ জীবাণু। তাই এর সংক্রমণ রোধে নিজ নিজ ঘরে অবস্থান করা, অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, কোনভাবেই মানুষের ভিড়ে না যাওয়ার পরামর্শ মেনে চলার অনুরোধ জানান।
যে সকল প্রবাসী বাংলাদেশে অবস্থান করছেন, তাদেরকে চিকিৎসকের পরামর্শ ছাড়া বাহিরের চলা-ফেরা না করার অনুরোধ করে বলেন, সবাইকে কোয়ারেন্টিন মেনে চলা উচিত। নিকটতম ব্যক্তি এবং আত্মীয় স্বজনদের সংস্পর্শও এড়িয়ে চলার জন্য অনুরোধ করেন।
করোনাভাইরাস বিষয়ে কারও যদি কোনো উপসর্গ দেখা দেয় সেটা লুকিয়ে না রেখে অবিলম্বে চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়ে জালালবাদ ফাউন্ডেশন ইউকে’র নেতৃবৃন্দরা বলেন, ‘যদি কেউ কখনো মনে করেন যে, কেউ এ ধরনের ভাইরাসে আক্রান্ত হয়েছেন বা তার কোনরকম নমুনা দেখা দিচ্ছে সঙ্গে সঙ্গে আপনাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে।’
নেতৃবৃন্দরা আরো বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি, চিকিৎসকদের পরামর্শ এবং সরকারের নিষেধাজ্ঞা মেনে চলে সরকারকে সহযোগিতার অনুরোধ করেন।
মহান স্বাধীনতা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বাধীনতা যুদ্ধে শহীদ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন ও মহান আল্লাহর কাছে এই ভাইরাস মুক্তির জন্য প্রার্থনা করেন।