সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা অবশেষে স্থগিত
প্রকাশিত হয়েছে : ২:০০:৪৬,অপরাহ্ন ১৬ মার্চ ২০২০ | সংবাদটি ৩৬৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা অবশেষে স্থগিত ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) মেলা আয়োজকদের পক্ষ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। মেলা কমিটির আহবায়ক শফিউল আলম নাদেল জানান, করোনা ভাইরাসের কারণে ১৮ মার্চ থেকে মেলার সকল কার্যক্রম বন্ধ থাকবে।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে নগরীর শাহী ঈদগাহস্থ খেলার মাঠে মাসব্যাপী এই মেলার আয়োজন করা হয়। ইতোমধ্যে দেশে-বিদেশে করোনাভাইরাস এর কারনে সকল জনসমাগম এবং জমায়েতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় খুলনা ও বরিশালের পর সিলেট বাণিজ্য মেলা স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করে আয়োজন কর্তৃপক্ষ।