করোনা বিপর্যয়ে সঙ্কটে ভারত!
প্রকাশিত হয়েছে : ৯:৩৪:৫৯,অপরাহ্ন ১৫ মার্চ ২০২০ | সংবাদটি ২৫০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ভারতে প্রতিনিয়ত বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।
দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনা ভাইরাসে ভারতে দুজন মারা গেছেন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কেরালা ও মহারাষ্ট্রে করোনার বিস্তার সবচেয়ে বেশি ।
এদিকে করোনা আতঙ্কে কেরালা রাজ্যে রোবট নামানোর খবর পাওয়া গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, ভারতের একাধিক রাজ্যে স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। সুইমিং পুল, সিনেমা হল, শপিং মলও যাতায়াত নিষেধ করা হয়েছে ।
ইতালিতে আটকে পড়া ২১১ জন শিক্ষার্থী মিলান থেকে ভারতে ফিরেছেন । ইরান থেকেও ভারতে ফিরেছেন ২৩৪ জন।
করোনার কারণে বাংলাদেশ, নেপাল, ভূটান, মায়ানমার লাগোয়া ভারতের ১৮টি চেক পোস্ট বন্ধ বন্ধ করে দেয়া হয়েছে। পাশপাশি এক মাসের জন্য সকল পর্যটন ভিসাও বন্ধ করে দিয়েছে ভারত। ভারতীয় রেলেও সতর্কতা বাড়ানো হয়েছে। বিভিন্ন রুটে যাত্রীদের কম্বল, চাদর দেয়া বন্ধ করে দিয়েছে ভারতীয় রেলওয়ে।