চলন্ত ট্রেনে তরুণীর গাঁয়ে ছোড়া হল ‘প্রস্রাব’!
প্রকাশিত হয়েছে : ১১:০১:৩৫,অপরাহ্ন ১০ মার্চ ২০২০ | সংবাদটি ৩২৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: চলন্ত ট্রেনে ইট-পাথর ছোড়ার ঘটনা আমরা প্রায়ই শুনে থাকি। কিন্তু এবার চলন্ত ট্রেনে বাইরে থেকে তরুণীর গাঁয়ে প্রস্রাব ভর্তি প্যাকেট ছোড়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় দোলের দিন ভারতের পার্ক সার্কাস এলাকায় ঘটেছে এমন ঘটনা।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতিদিনের মতো সোমবার অফিস থেকে বেরিয়ে শিয়ালদহ এসেছিলেন সোনারপুর এলাকার বাসিন্দা অদিতি দে। সেখান থেকে ৭টা ৪৫ মিনিটের ডায়মন্ড হারবার লোকালে ওঠেন তিনি। জানালার ধারে বসেছিলেন অদিতি। পার্ক সার্কাস স্টেশন ছাড়ার পরই তার গাঁয়ে ছোড়া হল প্যাকেট-বন্দি প্রস্রাব। এ ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনার অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।
অদিতি দে জানান, ‘পার্ক সার্কাস স্টেশন ছাড়তেই নারী কামরার দিকে প্রস্রাব ভর্তি প্যাকেট উড়ে আসে। জানালার ধারে আমি বসেছিলাম। ফলে সেই প্রস্রাব আমার গায়ে লাগে। সম্পূর্ণ ভিজে যাই। এরপরই একটি ঢিল উড়ে আসে। আমি সরে না গেলে হয়তো আমার মাথায় বা চোখে লাগতো।’
তিনি অভিযোগ করেন, এটা কোনো নতুন ঘটনা নয়। রোজই এই এলাকায় ট্রেনের নারী কামরা লক্ষ্য করে নোংরা আবর্জনা ছোড়া হয়। কোনোদিন যদি অ্যাসিড ছোড়া হয়, তার দায় কে নেবে?
একই সঙ্গে রেল পুলিশের প্রতি অদিতির আবেদন, ‘আপনারা একটু সক্রিয় হন। যাতে আর এ ধরনের ঘটনা আর না ঘটে।’