বাংলাদেশের সাথেও কুয়েতের বিমান চলাচল বন্ধ
প্রকাশিত হয়েছে : ৮:৩৪:৫৩,অপরাহ্ন ০৭ মার্চ ২০২০ | সংবাদটি ২৯৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাসের (কভিড-১৯) ছড়িয়ে পড়া ঠেকাতে বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে বিমান চলাচল এক সপ্তাহের জন্য স্থগিত করেছে কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর।
শনিবার (৭ মার্চ) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে এক টুইটার পোস্টে জানানো হয়েছে।
বিবিসি বাংলা জানায়, বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে- মিসর, লেবানন, সিরিয়া, ফিলিপাইন, ভারত ও শ্রীলঙ্কা।
এর আগে দেশটি দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইতালি, ইরাক, সিঙ্গাপুর ও জাপানের সঙ্গে বিমান চলাচল স্থগিত করে।
টুইটে আরও জানানো হয়, কুয়েতের বসবাসের অনুমতি থাকলেও গত দুই সপ্তাহে এসব দেশে যারা ভ্রমণ করেছেন, তারা যেদেশের নাগরিক হোন না কেন তারাও কুয়েতে প্রবেশ করতে পারবেন না।
তবে এসব দেশে ভ্রমণ করা কুয়েতের নাগরিকরা দেশে ফিরতে পারবেন। কিন্তু সেখানে তাদের কোয়ারেন্টাইন প্রক্রিয়ার (১৪ বিচ্ছিন্ন থাকা) ভেতর দিয়ে যেতে হবে।
এর আগে বাংলাদেশসহ ১০টি দেশের নাগরিকদের কুয়েতে যেতে হলে করোনাভাইরাসে আক্রান্ত নন এমন মেডিকেল সনদ লাগবে মর্মে কুয়েতের সরকার একটি নির্দেশনা জারি করেছিল। পরবর্তীতে সেই সিদ্ধান্ত স্থগিত করে কুয়েত সরকার।