তালেবান নেতার সঙ্গে ফোনে ‘খুব ভালো কথা’ হয়েছে: ট্রাম্প
প্রকাশিত হয়েছে : ৫:৩২:৪৩,অপরাহ্ন ০৪ মার্চ ২০২০ | সংবাদটি ৬৪৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: তালেবানের শীর্ষ আলোচক ও দলটির দ্বিতীয় শীর্ষ রাজনৈতিক নেতা মোল্লা আবদুল গনি বারাদারের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই তালেবান নেতার সঙ্গে ‘খুব ভালো কথা’ হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প নিজেই।
আলজাজিরা জানায়, মঙ্গলবার (৩ মার্চ) প্রেসিডেন্ট ট্রাম্প এবং তালেবান নেতা মোল্লা বারাদারের মধ্যে ৩৫ মিনিট ফোনালাপ হয়। পরে হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আজ (মঙ্গলবার) তালেবান নেতার সঙ্গে কথা বলেছি। আমাদের মধ্যে ভালো আলাপ হয়েছে। কোনো ধরনের সহিসংতা নয়- এ বিষয়ে আমরা একমত হয়েছি। আমরা সহিংসতা চাই না। আমরা দেখব কী ঘটতে যাচ্ছে… মূলত তালেবান নেতার সঙ্গে আমরাদের ভালো কথা হয়েছে। ’
আফগানিস্তানে ১৮ বছরের মার্কিন আগ্রাসনের ইতি টানতে সেনা প্রত্যাহার নিয়ে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তির পর এই টেলিফোন আলাপ হলো।
তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেন, ‘ইসলামী আমিরাতের পলিটিক্যাল ডেপুটি শ্রদ্ধেয় মোল্লা বারাদার আখুন্দের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের টেলিফোন আলাপ হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। ’
পরে এক ইমেইল বিবৃতিতে তিনি বলেন, ‘আন্তঃআফগান সংলাপের প্রতিবন্ধকতা দূর করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শিগগিরই আফগান প্রেসিডেন্ট আশরাফ গানির সঙ্গে কথা বলবেন বলে বারাদারকে জানিয়েছেন ট্রাম্প।
শান্তিচুক্তি অনুযায়ী এক হাজার আফগান সরকারি বন্দিকে ছেড়ে দেওয়ার বিনিময়ে পাঁচ হাজার তালেবান বন্দিকে ছেড়ে দেওয়ার কথা। কিন্তু চুক্তির সইয়ের পরে আফগান প্রেসিডেন্ট গানি এই শর্ত মানতে অস্বীকৃতি জানান। প্রতিক্রিয়ায় আফগান বাহিনীর ওপর হামলা চালানোর ঘোষণা দেয় তালেবান।