ছাত্রলীগের দখল করা অফিস ফিরে পেয়ে ‘দুধ’ দিয়ে পরিষ্কার!
প্রকাশিত হয়েছে : ৯:১০:৪৬,অপরাহ্ন ১৯ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৬৭৩ বার পঠিত
যশোর থেকে সংবাদদাতা:: যশোর কেশবপুর উপজেলায় ছাত্রলীগের দখল করা কৃষক লীগের অফিসটি চার বছর পর দখলমুক্ত হয়েছে। বেদখল হওয়া অফিসটি ফিরে পাওয়ায় ‘দুধ’ দিয়ে ধুয়ে মুছে তা পরিষ্কার করে কৃষকলীগ।
তবে স্থানীয়রা বলছেন, আওয়ামী পরিবারের লোকজন কৃষক লীগের অফিসটি ব্যবহার করতেন।
এসময় অভিযান অফিসে চালিয়ে বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্রও উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ অফিসটি দখলমুক্ত করায় তা ফিরে পায় কৃষকলীগ।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে কেশবপুর থানার এসআই তাপস কুমার রায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে অভিযান চালিয়ে দুইটি রামদা, চারটি ছোরা ও চারটি চাকু উদ্ধার করে ওই অফিস থেকে। এ সময় অফিস খোলা থাকলেও কাউকে পাওয়া যায়নি।
কেশবপুর থানার ওসি মো. আবু সাঈদ বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার কাছ থেকে খবর পেয়ে ছাত্রলীগের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় ঘরের মধ্যে সানশেডের ওপর পরিত্যক্ত অবস্থায় দুইটি রামদাসহ কয়েকটি ছোরা উদ্ধার করা হয়। এ উপলক্ষে ওই অফিস দুধ দিয়ে ধুয়েমুছে পরিষ্কার করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মাজহারুল ইসলাম মানিক বলেন, ‘কার্যালয়টি ছাত্রলীগের না। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান ও যুবলীগের আহ্বায়ক সহিদুজ্জামান বিশ্বাস সহিদ এবং ছাত্রলীগের বহিষ্কৃত নেতা আজিজের নেতৃত্বে সন্ত্রাসীরা কৃষক লীগের অফিসটি দখলে নেয়। ওখানে বসে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন বলেন, ‘২০১৬ সালে সন্ত্রাসীরা উপজেলা কৃষক লীগের অফিসটি জোরপূর্বক দখল করে নেয়। সেই থেকে তারা ওই ঘরটি তাদের ব্যক্তিগত অফিস হিসেবে ব্যবহার করে আসছিল। মঙ্গলবার কার্যালয়টি উদ্ধার করার পর সেখানে অস্ত্র দেখতে পাওয়া যায়। এরপর পুলিশকে খবর দিলে থানা পুলিশ সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।’ অস্ত্র যারা রেখেছিল, সেই সব সন্ত্রাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
উল্লেখ্য, ইতোপূর্বে ১২ সদস্যের হাতুড়ি বাহিনীর উত্থান ঘটে। এ বাহিনীটি কৃষক লীগের অফিসটি ২০১৪ সালে দখলে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাত বলে স্থানীয়রা জানান।