দেশের সব বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত!
প্রকাশিত হয়েছে : ১১:৪৯:১৮,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৩৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দেশের সকল বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ (২০২০-২০২১) থেকে কেন্দ্রীয়ভাবে একযোগে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্তগ্রহণ করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভার সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ১২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ইউজিসি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, আগামী শিক্ষাবর্ষ (২০২০-২০২১) থেকে একযোগে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করছি মার্চের প্রথম সপ্তাহ থেকে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ে পুরোদমে কাজ শুরু হবে। ইউজিসি এ কার্যক্রম এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়সমূহকে সর্বাত্মক সহযোগিতা করবে।’
তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে বিভিন্ন কমিটি গঠন করা হবে। ভর্তি পরীক্ষা, পদ্ধতিসহ বিভিন্ন বিষয় যথাসময়ে জানানো হবে।’
এদিকে, সমন্বিত ভর্তি পরীক্ষা আয়োজনে শিক্ষামন্ত্রী দীপু মনির উদ্যোগের বিপরীতে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
শনিবার (৮ জানুয়ারি) ডাকসু সভাপতি উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠত কার্যনির্বাহী সভায় নিজস্ব পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালু রাখার সুপারিশ করা হয়।