সামরিক যান চুরি করে শপিং মলে সেনা সদস্যের গুলি, নিহত ১২
প্রকাশিত হয়েছে : ১:৫৬:৩৮,অপরাহ্ন ০৮ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ২৫৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় নাখো রাচাসিমা এলাকায় এক সেনা সদস্যের গুলিতে ১২ জনের বেশি নিহতের খবর পাওয়া গেছে।
বিবিসি জানায়, ওই সেনা সদস্য সামরিক ঘাঁটি থেকে বাহিনীর যান চুরি করে ও একটি রাইফেল নিয়ে কোরাত শপিং মলের টার্মিনাল ২১ নম্বরে জনতার উপর হামলা চালায়।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবিসিকে জানায়, জাকারপানত তোমা হামলার আগে এক কর্মকর্তাকে আক্রমণ করে। এরপর সে একটি সেনা ক্যাম্প, বৌদ্ধ মন্দির এবং শপিং মলে গুলি চালায়।
এ পর্যন্ত ১২ জন নিহতের খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
সামাজিক যোগযোগ মাধ্যমে এ হামলার একটি ভিডিও ছড়িয় পড়ে।