দোকানে লাগা আগুনে পুড়ে ছাই একই পরিবারের ৫ জন
প্রকাশিত হয়েছে : ৯:৪৪:৪২,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩৫০ বার পঠিত
মৌলভীবাজার থেকে সংবাদদাতা:: মৌলভীবাজারে সদর উপজেলায় জুতার দোকান থেকে ছড়িয়ে পড়া আগুনে দু’তলায় থাকা শিশুসহ একই পরিবারের পাঁচজন পুড়ে মারাগেছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯ টার দিকে শহরের সেন্ট্রাল রোডে পিংকি স্টোর নামে একটি দোকান থেকে লাগা আগুনে এই প্রাণহাণির ঘটনা ঘটে।
আগুনে পুড়ে নিহতরা হচ্ছেন- সুভাষ রায় (৬০), সুভাষ রায়ের মেয়ে পিয়া রায় (১৪), প্রণয় রায়ের স্ত্রী দিপ্তী রায় (৪৫), সজল রায়ের স্ত্রী দীপা রায় ও সজল রায়ের আড়াই বছর বয়সি কন্যাশিশু বৈশাখী রায়।
স্থানীয়রা জানান, পিংকি স্টোরের উপরে দোকান মালিক স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন। সকাল ৯টার দিকে দোকানটিতে আগুন ধরে যায়। এ সময় নারী ও শিশুরা ঘরের মধ্যে ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই ওই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
মৌলভীবাজার ফায়ার স্টেশনের ব্যবস্থাপক জানান, আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।