আফগানিস্তানে ৮৩ যাত্রী নিয়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
প্রকাশিত হয়েছে : ১২:৪৭:২৬,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০২০ | সংবাদটি ২৯৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: আফগানিস্তানের গজনি প্রদেশের দেহ ইয়াক জেলায়
৮৩ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) আরিয়ানা এয়ারলাইন্সের ৩৫৮ নম্বর বিমানটি আফগানিস্তানের দক্ষিণ প্রান্ত থেকে কাবুলের দিকে যাচ্ছিল।
বিবিসি জানায়, দক্ষিণ পশ্চিম কাবুল প্রদেশের গজনি জেলার দেহ ইয়াক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রযুক্তিগত কারণে বিমানটি বিধ্বস্ত হয়। পরে বিমানটিতে আগুন ধরে যায়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয়, বিমানটি আরিয়ানা এয়ারলাইন্সের। তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিক বিষয়টি অস্বীকার করেছে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, কাবুলের উদ্দেশে যাত্রা করার জন্য উড্ডয়নের পর স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় রাজধানী থেকে দক্ষিণ-উত্তরের একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। বিমানটির মালিকানা আরিয়ানা আফগান নামক একটি সরকারি বিমান পরিবহন কোম্পানির।
ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এখনো ঘটনাস্থলের সর্বশেষ অবস্থা জানা যায়নি। কতজন হতাহত হয়েছেন তাও নিশ্চিত হওয়া যায়নি।