‘শত্রুদের পাকিস্তানের সীমা ব্যবহার করতে দেয়া হবে না’
প্রকাশিত হয়েছে : ১:২৫:১৩,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৪৬৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ইরানে হামলা চালানোর জন্য শত্রুদের কখনও পাকিস্তানের সীমা ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। তেহরানে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। খবর ‘ডন’।
সোলাইমানি হত্যার জেরে মধ্যপ্রাচ্যে এখন অস্থিতিশীলতা বিরাজ করছে। একে অপরকে হুমকি-পাল্টা হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই উত্তেজনার মধ্যেই ইরান সফরে গেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। সফরের অংশ হিসেবে রবিবার (১২ জানুয়ারি) ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেন, পাকিস্তানের মাটিকে কেউ যুদ্ধক্ষেত্র বানাতে পারবে না। ইরান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রয়েছে। তবে আমরা কখনোই পাকিস্তান থেকে ইরানে হামলা চালাতে দেব না।
এরপর তিনি বলেন, ইরানের ওপর হামলার কাজে পাকিস্তান সরকার কখনো তার ভূমি ব্যবহার করতে দেবে না। শুধু ইরান নয়, প্রতিবেশী সব দেশের ক্ষেত্রেই পাকিস্তান এই নীতি গ্রহণ করবে।
এ সময় সোলাইমানি হত্যার জেরে মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।
অন্যদিকে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তান বেশ তৎপর। তারা ইতোমধ্যে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। আলোচনা করেছে ইরান ও সৌদি আরবসহ কয়েকটি দেশের সঙ্গে। ইরান পাকিস্তানের এই প্রচেষ্টাকে স্বাগত জানায়।