বঙ্গুবন্ধু বিপিএলে ঝড় তুলতে ঢাকায় ‘গেইল’
প্রকাশিত হয়েছে : ১:২৬:১৯,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩২৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বঙ্গবন্ধু বিপিএলে ঝড় তুলতে ঢাকায় এসেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের মহাতারকা ক্রিস গেইল। তিনি খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে।
সোমবার (৬ জানুয়ারি) সকালে ঢাকায় এসে পৌঁছান ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইল।
মঙ্গলবার (৭ জানুয়ারী) মিরপুর স্টেডিয়ামে চট্টগ্রাম-রাজশাহী ম্যাচেই মাঠে দেখা যাবে এ তারকাকে।
লিগ পর্বের বাকি দুই ম্যাচে সেরা দুইয়ে থেকে ফাইনালে খেলতে চায় চট্টগ্রাম। তাদের পরবর্তী সব ম্যাচেই গেইল খেলবেন।
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে শীর্ষ ক্যাটাগরিতে ছিল গেইলের নাম। ড্রাফটে বিদেশিদের মধ্যে সবার আগে তাকে দলে টেনেছিল চট্টগ্রাম। তবে ড্রাফটের পরপরই গেইলের বিপিএলে আসা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলা শেষে সংবাদমাধ্যমকে গেইল জানান, তিনি নিজেই জানেন না কীভাবে বিপিএলের ড্রাফটে তার নাম উঠেছে। পরবর্তীতে দুই পক্ষই ঘোষণা দেয়, বিপিএলের শেষ দিকে পাওয়া যাবে গেইলকে।
বিপিএলে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন গেইল। ৩৮ ম্যাচে গেইল করেছেন ১ হাজার ৩৩৮ রান। সেঞ্চুরি আছে টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচটি। হাঁকিয়েছেন ১২০টি ছক্কা। এবারও তার থেকে এমন কিছুরই প্রত্যাশায় আছে চট্টগ্রাম।