চার বছরের জন্য নিষিদ্ধ ‘রশিয়া’!
প্রকাশিত হয়েছে : ১১:৪৭:৪৭,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ২৬৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সব ধরনের বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে রশিয়াকে চার বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ওয়াডা)।
ফলে ২০২০ সালের টোকিও অলিম্পিক ও ২০২২ সালে কাতারে হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে রাশিয়া অংশ নিতে পারবে না।
সোমবার (৯ ডিসেম্বর) সুইজারল্যান্ডে ওয়াডার নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে রাশিয়ার ওপর এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে যে অ্যাথলেটরা ডোপ কেলেঙ্কারিতে জড়িত না থাকার প্রমাণ দিতে পারবেন, তারা নিরপেক্ষ পতাকা নিয়ে অলিম্পিকে অংশ নিতে পারবেন।
২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকে রাশিয়ার ১৬৮ জন অ্যাথলেট নিরপেক্ষ পতাকা নিয়ে অংশ নিয়েছিলেন।
২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে রাশিয়ার খেলতে কোনো বাধা নেই। তারা এরই মধ্যে ইউরোর মূলপর্বে উঠেছে। সেন্টস পিটার্সবার্গ ম্যাচও আয়োজন করবে।
ওয়াডা জানায়, নিষেধাজ্ঞার বিরুদ্ধে ২১ দিনের মধ্যে আপিল করতে পারবে রাশিয়া।
ওয়াডার সহ-সভাপতি লিন্ডা হেলেল্যান্ড সাংবাদিকদের বলেন, রশিয়ার এই নিষেধাজ্ঞা ‘পর্যাপ্ত নয়’।