দিল্লির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪৩
প্রকাশিত হয়েছে : ৫:১২:০১,অপরাহ্ন ০৮ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ২২৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দিল্লির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আটকে পড়া অর্ধশতাধিক লোককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো ভেতরে আটকে আছেন অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা।
ভারতীয় গণমাধ্যমের জানায়, রবিবার (৮ ডিসেম্বর) ভোরে ভয়াবহ আগুন লাগে দিল্লির রানি ঝাঁসি রোড এলাকার আনাজ মাণ্ডির ওই কারখানায়। কেমন করে আগুন লাগল তার প্রকৃত কারণ জানা যায়নি। কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা।
দমকলের কর্মকর্তা সুনীল চৌধুরি জানিয়েছেন, মোট ২৭টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।
দিল্লির মন্ত্রী ইমরান হুসাইন বলেছেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। দ্রুত তদন্ত করা হবে এবং এর জন্য যে দায়ী হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, খুবই মর্মান্তিক খবর। উদ্ধার অভিযান চলছে, উদ্ধারকর্মীরা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন। আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হচ্ছে।