গোলাপগঞ্জ আ’লীগে ভোট চায় তৃণমূল, সমঝোতায় নেতারা!
প্রকাশিত হয়েছে : ১:৪৩:২৯,অপরাহ্ন ১৩ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৮১১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতা নির্ধারণে সমঝোতা চান কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। আর কাউন্সিলররা চান ভোটের মাধ্যমে নির্ধারিত হবেন আগামীদেন নেতা। এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলা অডিটরিয়ামে অবস্থানরত কাউন্সিলর ও নেতাদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। চলছে অডিটরিয়ামের ভিতরে বাহিরে ভোটের জন্য মিছিল ও আন্দোলন। চারদিকে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।
বুধবার (১৩ নভেম্বর) বিকাল ৫ টায় কাউন্সিল শুরু হওয়ার কথা থাকলেও রাত সাড়ে ৭ টা পর্যন্ত কোন সিদ্ধান্তে উপনিত হতে পরেননি নেতৃবৃন্দ। এজন্য এখনও শুরু হয়নি কাউন্সিল। তবে, একটি সূত্র বলছে, রাত ঘনিয়ে গেলে হয়ত কাউন্সিল না করেই চলে যেতে পারেন নেতৃবৃন্দ।
এর আগে গোলাপগঞ্জ পৌরসভা মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের জন্য কাউন্সিলররা উপজেলা অডিটোরিয়ামে জড়ো হন। অধিবেশনে সমঝোতার মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্ধারণের প্রস্তাব দেন জেলা ও কেন্দ্রের নেতারা। কিন্তু তাদের প্রস্তাবে বাধ সাধেন তৃনমূলের নেতাকর্মী এবং কাউন্সিলররা।
তারা ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের দাবিতে সম্মেলনস্থলে বিক্ষোভ করে যাচ্ছেন।
এদিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমঝোতার চেষ্টায় রয়েছেন বলে জানিয়েছেন সম্মেলনস্থলে উপস্থিত থাকা একাধিক কাউন্সিলর।
সেখানে কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত রয়েছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপিত অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
উত্তেজনার ভিডিও…….