সংসদে অনলবর্ষী বক্তা ‘খ্যাত’ বাদলের লাশ আসছে শুক্রবার
প্রকাশিত হয়েছে : ১:০০:২৯,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫৭৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: জাতীয় সংসদের অনলবর্ষী বক্তা খ্যাত মুক্তিযোদ্ধা, প্রখ্যাত রাজনীতিবিদ মঈন উদ্দিন খান বাদল আর নেই।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টায় ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৭ বছর।
শুক্রবার লাশ দেশে পৌঁছলে জানাজার সময় নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কার্যকরী সভাপতি ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ সদস্য ছিলেন।
বাদলের ছোট ভাই বোয়ালখালী উপজেলা জাসদের সভাপতি মনির খান জানান, দুই বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে গুরুতর অসুস্থ ছিলেন বাদল। তার হার্টেরও সমস্যা ছিলো। দুই সপ্তাহ আগে নিয়মিত চেকআপের জন্য তাকে ভারতে নেওয়া হয়।
মঈন উদ্দিন খান বাদলের লাশ শুক্রবার দেশে আসছে। চট্টগ্রামের বোয়ালখালীতে পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে সমাহিত করা হবে তাকে।
বাদল বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে। তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
বাদল চট্টগ্রাম -৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।
উল্লেখ্য, ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা বাদল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। বাঙালিদের ওপর আক্রমণের জন্য পাকিস্তান থেকে আনা অস্ত্র চট্টগ্রাম বন্দরে সোয়াত জাহাজ থেকে খালাসের সময় প্রতিরোধের অন্যতম নেতৃত্বদাতা ছিলেন বাদল।
মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তিনি সমাজতান্ত্রিক রাজনীতির প্রতি আকৃষ্ট হন। জাসদ, বাসদ হয়ে পুনরায় জাসদে আসেন। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল গঠনেও বাদলের ভূমিকা ছিলো।