টাইগারদের বোলিং কোচের বেতন প্রতিদিন ২ লাখ!
প্রকাশিত হয়েছে : ১১:০০:২২,অপরাহ্ন ২৬ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩০৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে সুনীল কিউই সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরিকে নিয়োগ দেওয়া হয়েছে। তার সঙ্গে ১০০ দিনের চুক্তি করেছে বিসিবি।
২০২০ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিদায় নেবেন কিউই কিংবদন্তি। এ সময়ে তাকে ৩ লাখ ৫৭ হাজার ১০০ ডলার দেবে বোর্ড।
ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে প্রথম দিন কেটেছে শুক্রবার (২৫ অক্টোবর)। জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে কাজ করেন তিনি। প্রথমদিনে কিছুক্ষণ ব্যাটসম্যানদের নেটে অনুশীলন করান বাঁহাতি স্পিনার। বোলিং নিয়ে কোনো কাজ করেননি তিনি।
এ একদিনে ভেট্টরি বেতন পেয়েছেন ৩ হাজার ৫৭১ ডলার। যা বাংলাদেশি মুদ্রামাণে যা প্রায় ৩ লাখ ৩ হাজার ৫৩৫ টাকা! অবশ্য এই টাকার পুরোটাই পাবেন না ভেট্টরি।
কারণ কর হিসেবে তার প্রতিদিনের ৩ হাজার ৫৭১ ডলার থেকে শতকরা ৩০ ভাগ কেটে নেওয়া হবে। এই কর্তনের পরও প্রতিদিন আড়াই হাজার ডলার করে পাবেন ভেট্টরি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।
এ হিসাবে ১০০ দিনে বাংলাদেশি টাকায় কর বাদে ২ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা আয় করবেন ড্যানিয়েল ভেট্টরি!