বিভেদ-বিদ্বেষ ভুলে গিয়ে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসকে এগিয়ে নিতে হবে
প্রকাশিত হয়েছে : ২:৪২:১৭,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৫৪ বার পঠিত
বিভেদ-বিদ্বেষ ভুলে গিয়ে গোলাপগঞ্জের আর্থসামাজিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নেতৃবৃন্দ।
গত ৭ অক্টোবর সোমবার রাত ৭ ঘটিকার সময় ফরেস্ট গেইটে একটি রেস্টুরেন্টে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির আহমদ সাহেদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন ক্রীড়া সম্পাদক শাহীন আহমেদ।
সভায় সংগঠনের ভবিষ্যত কার্যক্রমে সম্পর্কে ইসি কমিটির বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন সংগঠনের সভাপতি বেলাল হোসেন। তিনি ধারাবহিক ভাবে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সকল সদস্যদের সাথে পরামর্শ সভা করার পরিকল্পনা তুলে ধরেন।
সভায় গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের বর্তমান কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি বেলাল হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ আফসারুল ইসলাম ও মো: নুরুল ইসলাম, মুজিবুর রাহমান, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুল হক, কোষাধ্যক্ষ আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ, ক্রীড়া সম্পাদক শাহীন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব হোসেন চৌধুরী, শিক্ষা ও ধর্মবিষয়ক সম্পাদক জাকির হোসেন এবং কার্য নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, আলী হোসেন, মিকাইল আহমেদ চৌধুরী, কামাল উদ্দিন প্রমুখ।
পরামর্শ সভায় সাবেক নেতৃবৃন্দের মধ্যে যারা উপস্থিত ছিলেন তারা হলেন, সাবেক উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম জবা, সাবেক সভাপতি ফেরদৌস আলম, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক নাহিন মাহমুদ, সাবেক সহ-সভাপতি আনোয়ার শাহজাহান, সাবেক কোষাধ্যক্ষ সেলিম আহমদ, সাবেক মেম্বারশিপ সম্পাদক আব্দুল কাদির, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম সামুন, সাবেক ক্রীড়া সম্পাদক রোমান আহমদ চৌধুরী, সাবেক ক্রীড়া সম্পাদক রিয়াজ উদ্দিন, সাবেক সহ-কোষাধ্যক্ষ জাকির হোসেন, সাবেক ইসি মেম্বার শাহাজান চৌধুরী, এমদাদ হোসেন টিপু, জিল্লুর রহমান প্রমুখ।
সভায় ইসি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের উপদেষ্টা কমিটি এবং কো-অপ্ট সদস্যদের নাম পড়ে শুনান সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ সাহেদ। যাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রদান করা হয় তারা হলেন, মোহাম্মদ আবুল কালাম, আনোয়ারুল ইসলাম জবা, নাহিন মাহমুদ, জিয়াউল হক শামীম, এমদাদ হোসেন টিপু, সৈয়দ নজরুল ইসলাম, আব্দুল কাদির, আব্দুল বাছির, আনোয়ার শাহজাহান, জিল্লুর রাহমান ও মুজিবুর রহমান। এছাড়া যে সকল সদস্যদের কো-অপ্ট করে কার্যকরী কমিটিতে নেয়া হয় তারা হলেন, শাজাহান চৌধুরী, ফেরদৌস আলম, মোঃ তাজুল ইসলাম, সেলিম আহমদ, মঞ্জুর আহমেদ শাহনাজ, জহিরুল ইসলাম সামুন, রোমান আহমেদ চৌধুরী, রিয়াজ উদ্দিন, আতিকুর রাহমান সাফার এবং কিবরিয়া আহমেদ।
সভায় সংগঠনের বর্তমান পরিস্থিতি সুষ্ঠু তদারকি করার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি নীতি নির্ধারক কমিটিও গঠন করা হয়।
সভা শেষে সংগঠনের সিনিয়র সদস্য শাহাজান চৌধুরী বলেন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ব্রিটেনে অল্প সময়ের মধ্যে প্রবাসীদের আস্থা ও সহযোগিতায় আজ ১২ শতাধিক সদস্যদের সংগঠনে পরিচিতি লাভ করেছে। আমাদের এই অগ্রযাত্রাকে ধরে রেখে গোলাপগঞ্জের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় লক্ষণাবন্দ ইউনিয়নের কয়েস আহমেদ এর চিকিৎসার সহযোগিতার জন্য ১৭০ পাউন্ড সংগ্রহ করা হয়।