খালেদা জিয়ার জামিন নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন ওবায়দুল কাদের!
প্রকাশিত হয়েছে : ৩:২১:৪৮,অপরাহ্ন ০২ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৯৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।
বুধবার (২ অক্টোবর) সেতুমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এই তথ্য জানান তিনি। সকালে সচিবালয়ে সেতুমন্ত্রীর সঙ্গে নিজ নির্বাচনি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে কথা বলেন হারুনুর রশীদ। এ সময় তিনি খালেদা জিয়ার জামিনের বিষয়েও কথা বলেছেন।
হারুন উর রশিদ বলেন, ‘আমরা খালেদা জিয়ার জামিনের বিষয়ে কথা বলেছি। তিনি (আজ বুধবার) এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।’
খালেদা জিয়াকে কি দেশে না কি বিদেশে চিকিৎসা করাবেন—এ প্রশ্নের জবাবে হারুন অর রশিদ বলেন, ‘আগে তার মুক্তি হোক। তারপর দেখা যাবে চিকিৎসা দেশে হবে না কি বিদেশে।’
এর আগেও একবার তার প্যারোলে মুক্তির বিষয়ে আলোচনা হয়েছিল সে বিষয়ে জানতে চাইলে হারুনুর রশীদ বলেন, ‘প্যারোল নিয়ে আগে কোনো আলোচনা হয়নি। সরকারের পক্ষ থেকেও প্যারোলের কোনো প্রস্তাব দেয়া হয়নি। আর পরিবার ও দলের পক্ষ থেকেও তার প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করা হয়নি। এই প্যারোলে মুক্তির বিষয়টি মিডিয়া থেকে এসেছে। এটা মিডিয়ার সৃষ্টি।’
এর আগে মঙ্গলবার বিকাল ৪টায় বিএসএমএমইউতে কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন হারুনসহ দলটির তিন সাংসদ।