আগে কর্মীকে মূল্যায়ন, পরে নেতাগিরি: সিলেটে তোফায়েল আহমদ
প্রকাশিত হয়েছে : ২:৫৫:০৭,অপরাহ্ন ০২ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৫১৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমদ বলেছেন, আওয়ামীলীগ কর্মীর পার্টি, নেতার পার্টি নয়। কর্মীদের অবহেলা করে নেতাদের নেতাগিরি চলবেনা। আগে কর্মীকে মূল্যায়ন করুন, পরে নেতাগিরি দেখান।
তিনি বলেন, দলের দায়িত্বশীলদের আরো দায়িত্বশীল হতে হবে। নেত্রী যে শুদ্ধি অভিযানে নেমেছেন তা সকলকে সমর্থন করে পাশে দাঁড়াতে হবে। এদেশে দুর্নীতিবাজদের কোন ঠাঁই নেই। যারাই দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২ অক্টোবর) দুপুরে নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর সৈনিক। এই মহান নেতার কর্মী হিসেবে আমরা যেন কলুষিত না হই, আমরা যেন কলঙ্কমুক্ত থাকি। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতাই ছিলেন না, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা ছিলেন। বঙ্গবন্ধুর মতো দয়ালু, এতো হৃদয়বান নেতা বিরল। আমরা একসময় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাজাতে পারতাম না। আজ শুধু আমরা নয় বিশ্বের বিভিন্ন দেশেও তা বেজে উঠে।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, অনেক সময় দেখা যায় কাউন্সিলে কেবল সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি হয়। এরকম হলে অনেক ধান্দাবাজি ঝামেলা হয়। এগুলোকে প্রশ্রয় দেওয়া ঠিক নয়। তাই একসাথেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা উচিত। অপূর্ণাঙ্গ কমিটি করে রাখা ঠিক না। এছাড়া নির্ধারিত সময়েও যেনো কমিটি গঠন করা হয় সেদিকেও নজর রাখতে হবে।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও অধ্যাপক রফিকুর রহমান।
এছাড়া জেলা ও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।