ব্যাংকক থাকছে না থাইল্যান্ডের রাজধানী!
প্রকাশিত হয়েছে : ৩:১৬:২০,অপরাহ্ন ৩০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৪৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ইন্দোনেশিয়ার মতো বর্তমান শহর থেকে রাজধানী সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড। ব্যাংকক থেকে রাজধানী সরিয়ে নেয়ার এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চান ও ঝা।
এর আগে প্রতিবেশী দেশ মিয়ানমার ও ইন্দোনেশিয়া তাদের রাজধানী স্থানান্তর করে। মিয়ানমারতাদের রাজধানী ইয়াঙ্গুন থেকে ২০০৬ সালে সরিয়ে নেপিডোতে স্থানান্তর করে। আর ইন্দোনেশিয়া জাকার্তা থেকে সরিয়ে বোর্নিও দ্বীপকে রাজধানী করার ঘোষণা দিয়েছে।
পরিবেশ দূষণ আর যানজটের মতো সমস্যা মোকাবিলার লক্ষ্যেই এসব দেশ রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
ব্যাংককেও মানুষের বসতি এখন অস্বাভাবিক। এ ছাড়াও দূষণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ভয়াবহ যানযটের মতো আরও নানান সমস্যার সম্মুখীন শহরটি। তাই সাবেক সেনাপ্রধান ও থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী এমন ঘোষণা দিয়েছেন।
গত ১৮ সেপ্টেম্বর এক বৈশ্বিক সম্মেলনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘পদক্ষেপটি বাস্তবায়নের জন্য দুটি উপায়ের সন্ধান করতে হবে। প্রথমটি হলো এমন কোনো শহর খোঁজা যা বেশি দূরে নয় এবং যেখানে রাজধানী স্থানান্তরের খরচ কম হবে।’