সিসিক মেয়রের দায়িত্ব নিলেন কাউন্সিলর তৌফিক বক্স লিপন
প্রকাশিত হয়েছে : ১:৪৯:২৬,অপরাহ্ন ২২ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৬৩২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিয়েছেন প্যানেল মেয়র-১ তৌফিক বক্স লিপন।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
সিসিক য়েমর আরিফুল হক চৌধুরী একটি সম্মেলনে অংশগ্রহণ করতে দক্ষিণ কোরিয়ায় গেছেন। তাঁর স্থলে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন।
সিসিকের জনসংযোগ শাখা জানিয়েছে, ‘ইন্টারন্যাশনাল আরবান রেজিলিয়েন্স ফোরাম সিউল-২০১৯’ এ অংশগ্রহণ করতে গত শনিবার রাতে দক্ষিণ কোরিয়ায় গেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। তাঁর সাথে স্ত্রী শামা হক, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাটোয়ারি ও উপ-সহকারী প্রকেশলী আংশুমান ভট্টাচার্য রয়েছেন। মেয়র দেশের বাইরে যাওয়ায় ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পেয়েছেন প্যানেল মেয়র-১ ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন। মেয়র আরিফ আগামীকাল মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় থাকবেন।
এদিকে, দায়িত্বভার গ্রহণ করার পর ভারপ্রাপ্ত মেয়র লিপনকে সিসিকের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান। নির্বাচিত মেয়রের অনুপস্থিতিতে নগরীর উন্নয়ন কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন লিপন।