পাক-ভারত যুদ্ধ ‘পরমাণু যুদ্ধে’ গড়াবে: ইমরান খান
প্রকাশিত হয়েছে : ৩:১৪:৫৭,অপরাহ্ন ১৬ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩২০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দুইটা পরমাণু শক্তিধর দেশ যখন লড়ে, সেই লড়াই যদি পুরোদস্তুর যুদ্ধ হয়, তাহলে প্রত্যেক মুহূর্তে এই আশঙ্কা থাকে যে, সেটা পরমাণু যুদ্ধে গড়াবে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) পাকিস্তানের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
জাতিসংঘে আসন্ন সাধারণ অধিবেশনে নিজের বক্তব্যের আগে এই হুঁশিয়ারি দিয়ে ইমরান খান বলেন, তিনি ‘অবশ্যই’ মনে করেন, ভারত-পাকিস্তান যুদ্ধের আশঙ্কা রয়েছে এবং সেই বিপর্যয়ের প্রভাব ভারতীয় উপমহাদেশের সীমানা ছাড়িয়ে যাবে। তাই তারা প্রতিটি আন্তর্জাতিক মঞ্চকে সক্রিয় হতে বলছেন।
নয়াদিল্লির সঙ্গে আলোচনায় নারাজ ইমরান খান। তার অভিযোগ, ৩৭০ অনুচ্ছেদ রদের মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে বে-আইনিভাবে কাশ্মিরে হাত বসিয়েছে ভারত। এর পরে আপাতত আলোচনার প্রশ্ন নেই।