রংপুর-৩ জাপাকে ছেড়ে দেবে আ’লীগ!
প্রকাশিত হয়েছে : ১০:১৭:৪৮,অপরাহ্ন ১৬ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ২২৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: রংপুর-৩ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ার বিষয়টি বিবেচনায় আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিআরটিসির চলমান এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা ও মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, রংপুর-৩ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ার বিষয়টি বিবেচনায় আছে। আমরা মাঠপর্যায় পর্যবেক্ষণ করছি, এরপর সিদ্ধান্ত নেব।
রংপুর-৩ আসনের উপনির্বাচনে লড়তে ইতোমধ্যে মনোনয়ন যাচাই বাছাইয়ে বৈধতা পেয়ে মাঠে ঝাপিয়ে পড়েছেন আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে দলের জেলা সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, জাতীয় পার্টির রাঙল প্রতিক নিয়ে এরশাদ পুত্র সাদ এরশাদ, বিএনপির ধানের শীষ প্রতিক নিয়ে সদস্য বিলুপ্ত পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমান, জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এরশাদের ভাতিজা আসিফ শাহারিয়ার, এনপিপির শফিউল আলম, গণফ্রন্টের কাজী শহিদুল্লা এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান রাজু।
উল্লেখ্য, গত ১৪ জুলাই জাপা চেয়ারম্যান হুসেইন মহম্মদ এরশাদের মৃত্যুর পর রংপুর-৩ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ভোটগ্রহণ ৫ অক্টোবর। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।