সিলেট নগরী থেকে খুলে ফেলা হয়েছে শোভনের ফেস্টুন!
প্রকাশিত হয়েছে : ৫:২২:৩৪,অপরাহ্ন ১৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৩৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: এইতো মাত্র একদিন আগেও সিলেট নগরীর অলিগলিতে শোভা পাচ্ছিল ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির পদচ্যুত রেজওয়ানুল হক শোভনের ছবি সম্বলিত বড় বড় ব্যানার-ফেস্টুন। কিন্তু পদ হারানোর ঘন্টাখানেকের মধ্যেই এসব ফেস্টুন খুলে ফেলা হয়েছে। নগরীর সোবহানীঘাট চত্বর থেকে শোভনকে সিলেটে স্বাগত জানিয়ে টাঙানো ফেস্টুনগুলো শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে খুলে ফেলা হয়। তবে কারা ফেস্টুন খুলে ফেলেছে তা জানা যায়নি।
জানা যায়, সম্প্রতি চার দিনের সাংগঠনিক সফরে সিলেটে এসেছিলেন ছাত্রলীগের সদ্য পদচ্যুত সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তার সফরকে ঘিরে সিলেট নগরজুড়ে ব্যানার-ফেস্টুন টাঙান ছাত্রলীগের নেতাকর্মীরা। নগরের সোবহানীঘাট চত্বরে শোভনকে সিলেটে স্বাগত জানিয়ে ফেস্টুন টাঙান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহ আলম শাওন। তিনি মহানগর ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। শনিবার রাতে নগরের সোবহানীঘাট চত্বরে শোভনকে স্বাগত জানিয়ে শাওনের টাঙানো এসব ফেস্টুন কয়েকজনে খুলে ফেলতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী ফরহাদ মিয়া জানান, রাত ১১টার দিকে সোবহানীঘাট চত্বরে কয়েকজনকে ছাত্রলীগের সভাপতি (পদচ্যুত) শোভনের ছবি সম্বলিত ফেস্টুন খুলে ফেলতে দেখা যায়। তবে তারা কারা জানতে চাইলে অপসারণকারীরা কোনো কথা না বলে স্থান ত্যাগ করেন।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, শনিবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের পদ থেকে রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং গোলাম রাব্বানীকে সরিয়ে দেওয়া হয়।