এরশাদের আসনে নৌকায় রাজু, ধানের শীষে রিটা!
প্রকাশিত হয়েছে : ১০:২৪:৪২,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ২০৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামীলীগ ও ২০ দলীয় জোট প্রার্থী চুড়ান্ত করলেও এরশাদের দল জাপা এখনও চুড়ান্ত করতে পারেনি।
এ আসনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু। আর বিএনপি এ আসনটি ছেড়ে দিয়েছে শরিক দল বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমানকে। তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে লড়বেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপনির্বাচনে রেজাউল করিম রাজু ছাড়াও আরো ১৫ জন নৌকা প্রতীকের প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।
বিএনপি এ আসনটি ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমানকে ধানের শীষ প্রতীক দিয়ে মনোনয়ন দিয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। এ আসন থেকে বিএনপির চারজনসহ মোট পাঁচজন মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। শনিবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এ বিষয়ে চূড়ান্ত বৈঠক করে। পরে আজ রিটার মনোনয়নের বিষয়টি জানান রিজভী।
প্রসঙ্গত, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের মৃত্যুতে জাতীয় সংসদের রংপুর-৩ আসনটি শূন্য হয়। আগামী ৫ অক্টোবর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১১ সেপ্টেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহার ১৬ সেপ্টেম্বর। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রংপুর-৩ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৭৫টি। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩১০ জন, ও নারী ভোটার ২ লাখ ২১ হাজার ৭৬২ জন।