গোলাপগঞ্জে উদ্বোধনী খেলায় বিজয়ী বাদেপাশা ও লক্ষণাবন্দ
প্রকাশিত হয়েছে : ৩:১১:৪৩,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪২৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনূর্ধ্ব-১৭ এর উদ্বোধনী দু’টি খেলায় বিজয়ী হয়েছে বাদেপাশা ও লক্ষণাবন্দ ইউনিয়ন দল।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় গোলাপগঞ্জ সরকারী এম.সি একাডেমী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে, যুব উন্নয়ন অফিসার আব্দুল আহাদ ও শিক্ষক সালেহ আহমদের যৌথ পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিত কুমার পাল, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, লক্ষনাবন্দ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাজু আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার পরিচালক ইয়াজদান চৌধুরী, পৌর কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, জামিল আহমদ চৌধুরী, এম ফজলুল আলম, আব্দুল জলিল, উপজেলা আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাব যুগ্ম সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সাংবাদিক খালেদ হোসেন, সুলতান আবু নাসের,জয় রায় হিমেল, সাকিব আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী জসিম উদ্দিন, আলিম উদ্দিন বাবলু, ইব্রাহীম আলী, যুবলীগ নেতা ফখরুল ইসলাম, ইউপি সদস্য কামরান আহমদ, আব্দুল গফফার কুটি, বুরহান উদ্দিন, সাবেক ফুটবলার সাকিল আহমদ, সালাহ উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এই টুর্নামেন্ট থেকে ভালো খেলোয়াড়দের বাছাই করে প্রতিভাবান খেলোয়াড়রা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশ গ্রহন করতে পারে সেই লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্ট কাজ করবে। আমাদের লক্ষ্য গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চল থেকেই কীর্তিমান খেলোয়াড়রা তাদের প্রতিভার বিকাশ ঘটিয়ে জায়গা করে নিবে। একজন ভালো খেলোয়াড়ের পরিচয়ে একটি অঞ্চল আলোকিত এবং পরিচিতি লাভ করতে পারে। যারা উপজেলা ভিত্তিক পর্যায়ের খেলায় ফাইনাল বিজয়ী হবে তারা এ জনপদের হয়ে জেলা পর্যায়ে গিয়ে খেলবে। তাদের মধ্য থেকে খেলোয়াড়দের তালিকা করা হবে। আশা করি সবাই ভালো এবং মানসম্মত খেলা উপহার দিতে পারবে।
উদ্বোধনী খেলায়, গোলাপগঞ্জ পৌরসভাকে ২-০ গোলে হারিয়ে বাদেপাশা ইউনিয়ন দল ও আমুড়া ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে লক্ষনাবন্দ ইউনিয়ন বিজয় লাভ করে।
গোলাপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে মোট ১২টি দল এ খেলায় অংশগ্রহন করবে। খেলাটি নকআউট পদ্ধতিতে চলবে। চ্যাম্পিয়ন দল জেলা পর্যায়ে গিয়ে খেলবে। তাছাড়া এই ১২টি দল থেকে ভাল খেলোয়াড়দের নির্বাচন করে উপজেলা দল গঠন করা হবে। টুর্নামেন্টটি ক্রিড়া মন্ত্রনালয়ের সার্বিক সহযোগীতায় ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হবে বলেও জানা যায়।