উপর বারকোট সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২:৩৭:৩০,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৮০৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলার উপর বারকোট সমাজকল্যাণ সংস্থার একযুগ পূর্তি উপলক্ষে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো সাধারণ জ্ঞান প্রতিযোগিতা।
‘জানার কোন নাইতো শেষ, জানবো আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ২নং বারকোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১ নং বারকোট সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২ নং বারকোট সরকারী প্রাথমিক ও রফিকুন্নেসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭০ জন শিক্ষার্থী।
অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের নাম পরবর্তীতে প্রকাশ করবে সংস্থা। এছাড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংস্থার নেতৃবৃন্দ।
প্রতিযোগিতা চলাকালে সংস্থার সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, এলাকার গণ্যমান্য ও যুব সমাজ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপর বারকোট এলাকার যুব সমাজকে সংঘবদ্ধ করতে ১২ বছর পূর্বে গঠিত হয় ‘উপর বারকোট সমাজ কল্যাল সংস্থা’। প্রতিষ্ঠার পর থেকে এলাকার গরীব-অসহায় ও দুস্থ্যদের মাঝে আর্থিক সহযোগিতা করে আসছে সংস্থাটি।